ঢাকা-২০, ধামরাই আসেনর এমপি বেনজীর আহমদকে সংবর্ধনা ও ফুলের শুভেচ্ছা

প্রকাশিত: ১২:৩২ অপরাহ্ণ , জানুয়ারি ১০, ২০২৪

 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-২০ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা বেনজীর আহমদ নৌকা প্রতীক নিয়ে তৃতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় সংবর্ধনা দিয়েছে গত মঙ্গলবার ধামরাই উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠন ধামরাই পৌরসভা চত্বরে।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র গোলাম কবিরের সভাপতিত্বে ও সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি ও তৃতীয়বারের মতো বিপুল ভোটে নির্বাচিত এমপি বীর মুক্তিযোদ্ধা বেনজীর আহমদ, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি সাখাওয়াত হোসেন সাকু, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সোহানা জেসমিন মুক্তা মুক্তা, ভাইস চেয়ারম্যান সিরাজ উদ্দিন, ঢাকা জেলা আওয়ামীলীগের সাবেক কৃষি বিষয়ক সম্পাদক শফিক আনোয়ার গুলশান, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, কুশুরা ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান যুবলীগের নেতা কামরুল ইসলাম,হারুনুর রশিদ রোকন ও হাফিজুর রহমান প্রমুখ।

এসময় এমপি বেনজির আহমদ বলেন, জনগণের শক্তির কাছে কোন অপশক্তিই টিকে থাকতে পারে না। যারা বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রীর দুঃসময়ে নৌকার বিরুদ্ধে অবস্থান নিয়েছে তারা কখনো আওয়ামী লীগ হতে পারে না।কাজেই বিপথ গামীদের নিয়ে কেউ কোন গ্রুপিং করার চেষ্টা করবেন না, তাদেরকে নিয়ে কোন তদবির করার চেষ্টা করবেন না, তাদেরকে আমার কাছে নিয়েও আসবেন না।দলের দুঃসময়ে যারা নৌকা থেকে নেমে গেছে, তারা আমার কাছে আসবেন না।

এসময় আরো বক্তারা বলেন, বেনজীর আহমদ তৃতীয়বারের মতো এমপি হয়েছেন। তিনি প্রতি নির্বাচনেই বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করেন। ধামরাইবাসীর আশা বেনজীর আহমদ মন্ত্রী হবেন। বক্তব্যের পূর্বে এমপি বেনজীর আহমদকে আওয়ামী লীগের অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও উপ জেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ফুলেল শুভেচছা জানান।

উল্লেখ, ঢাকা-২০ধামরাই আসনের নৌকা প্রতীকে মোট ৮৩ হাজার ৭০৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন বেনজীর আহমদ তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোহাদ্দেস হোসেন পেয়েছেন ৫৪,৬১৩ ভোট,আরেক স্বতন্ত্র প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সভাপতি এমএ মালেক২১হাজার ২শত ৩৬ ভোট পেয়েছেন।

Loading