আদালতে আত্মসমর্পণ করে জামিন পেলেন এমপি মোস্তাফিজ নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: ২:০২ অপরাহ্ণ , জানুয়ারি ৩, ২০২৪ নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন ও সাংবাদিককে মারধর-নাজেহালের অপরাধে নির্বাচন কমিশনের দায়ের করা মামলায় আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন বাঁশখালীর সরকার দলীয় সংসদ সদস্য ও আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান চৌধুরী।আজ (বুধবার) তিনি আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে তার জামিন মঞ্জুর করেন চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট প্রথম আদালতে বিচারক জুয়েল দেব।বিষয়টি নিশ্চিত করে মামলার বাদী বাঁশখালী নির্বাচন অফিসার হারুন মোল্লা বলেন, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে আমি মামলা দায়ের করেছি, আদালতকে সম্মান দেখিয়ে তিনি আত্মসমর্পণ করেছেন, আদালত তকে জামিন দিয়েছে। শেয়ার চট্টগ্রামবিষয়: