প্রধানমন্ত্রী শেখ হাসিনা পটিয়ার সাধারন জনগনের কথা অনুধাবন করেছে বলেই নৌকার মাঝি পরিবর্তন করেছে

এস.এম.এ জুয়েল এস.এম.এ জুয়েল

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১১:৩৪ অপরাহ্ণ , জানুয়ারি ২, ২০২৪
চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোতাহেরুল ইসলাম চৌধুরী বলেছেন, গত ১৫ বছর পটিয়ায় যা উন্নয়ন হয়েছে, তার চেয়ে বেশি উন্নয়ন হয়েছে সামশুল হক চৌধুরী ও তার আত্মীয়স্বজনদের। তাদের কারণে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও মহিলা আওয়ামী লীগের পরীক্ষিত নেতাকর্মীরা এতদিন ছিল কোণঠাসা। সামশুল হক চৌধুরী পটিয়ায় আওয়ামী লীগ বাদ দিয়ে, আমি লীগ প্রতিষ্ঠা করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা পটিয়ার আওয়ামীলীগ নেতাকর্মী ও সাধারন জনগনের কথা অনুধাবন করেছে বলেই পটিয়ায় নৌকার মাঝি পরিবর্তন করেছে। স্বতন্ত্র প্রার্থী সামশুল হক চৌধুরী‘র হাত থেকে দলকে রক্ষা করতে দলীয় নেতাকর্মীরা আজ ঐক্যবদ্ধ। মঙ্গলবার (২ জানুযারি) পটিয়া উপজেলার হাবিলাসদ্বীপ ইউনিয়নের পাঁচরিয়া, চরকানাই, পাঁচরিয়া দীঘির পাড়, হাবিলাসদ্বীপ, ফুলতল, হুলাইন, দক্ষিণ হুলাইনসহ বিভিন্ন এলাকায় গণসংযোগকালে নৌকার প্রার্থী একথা গুলো বলেন।এসময় উপস্থিত ছিলেন-দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক প্রদীপ দাশ, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা: তিমির বরণ চৌধুরী, কেন্দ্রীয় যুবলীগ যুগ্ম সাধারন সম্পাদক বদিউল আলম, কেন্দ্রীয় আ‘লীগ উপ-কমিটির সদস্য সত্যজিৎ দাশ রুপু, জেলা আওয়ামী লীগের সদস্য রাশেদ মনোয়ার, মোজাহের আলম চৌধুরী, পটিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আ.ক.ম. শামসুজ্জামান চৌধুরী, সাধারণ সম্পাদক অধ্যাপক হারুনুর রশিদ, উপজেলা আ‘লীগের সহ সভাপতি মুহাম্মদ ছৈয়দ, দক্ষিণ জেলা শ্রমিকলীগ সভাপতি নুরুল হাকিম, হাবিলাসদ্বীপ চেয়ারম্যান ফৌজুল কবির কুমার, উপজেলা মৎস্যজীবি লীগ আহবায়ক সাইফুল ইসলাম, আ‘লীগ নেতা আলহাজ¦ নাজিম উদ্দিন, এডভোকেট মুজিব, মুছা খান, ইউনুছ খান জসিম, ইউনুছ মিয়া, শেখ আহমদ, রেহেনা চৌধুরী, স্বপন চৌধুরী, ইদ্রিস খান কপিল, শফিকুল ইসলাম, নুরুল আলম, এএইচ এম মনছুর, ইব্রাহিম, শাহজাহান, পারভেজ, এয়াকুব আলী মেম্বার, আবছার চৌধুরী, খোরশেদ, ইদ্রিস মেম্বার, নাজিম সওদাগর, মামুন মেম্বার, মো: ফোরকান, আবু মোহাম্মদ, ফতেহ মাহমুদ, দিদারুল আলম, মো: ফারুক, যুবলীগ নেতা নুর আলম ছিদ্দিকী, রহিম উদ্দিন পিপলু, মনির উদ্দিন, সাইফুল ইসলাম সাইফু, তাজুল ইসলাম, বাহাদুর, বোরহান, কলেজ ছাত্রলীগ সভাপতি গিয়াস উদ্দিন সাব্বির, মিরাজুল ইসলাম, রিদুয়ান, মিজান প্রমুখ।নৌকা প্রতীকের প্রার্থী মোতাহেরুল ইসলাম চৌধুরী আরো বলেন, দেশ ও জনগনের উন্নয়নে আবারো নৌকা প্রতীকে ভোট দিন। বিএনপি-জামায়াত আওয়ামী লীগ সরকারের উন্নয়ন কর্মকান্ডে ঈষান্বিত হয়ে নানাভাবে ষড়যন্ত্র করে চলেছে। তাদের থেকে সজাগ থাকতে হবে। স্বতন্ত্র প্রার্থী‘র সাথে থাকা কিছু বির্তকিত নেতৃবৃন্দ অসাম্প্রদায়িক পটিয়াকে অশান্ত করতে সাম্প্রদায়িক উস্কানি দিচ্ছে। বিট্রিশ বিরোধী অন্দোলন ও মহান মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়ে ছিল এই পটিয়া। এই পটিয়ায় সকল ধর্মের মানুষ যার যার ধর্মীয় উৎসব একে অপরের আতœীয়তার বন্ধনে পালন করে থাকে। কিন্তু সম্প্রতি দ্বাদশ সংসদ নির্বাচনকে কেন্দ্র করে স্বতন্ত্র প্রার্থীর কিছু বিতর্কিত নেতৃবৃন্দ সনাতনী সম্প্রদায়ের মাঝে উস্কনিকমূলক বক্তব্য দিচ্ছে। এর আগে তিনি পটিয়া আইনজীবি সমিতির সভাপতি এডভোকেট আশীষ কুমার চৌধুরী‘র সভাপতিত্বে ও সাধারন সম্পাদক এডভোকেট মিন্টু আচার্য্য নেতৃবৃন্দ সাথে এক মতবিনিময় করেন।

Loading