আশুলিয়ায় হাজী সৈয়দ খান স্কুল এন্ড কলেজে নতুন বই বিতরণ

প্রকাশিত: ১:১৯ অপরাহ্ণ , জানুয়ারি ১, ২০২৪

আশুলিয়ার উত্তর গাজীরচট আলিয়া মাদ্রাসা সংলগ্ন হাজী সৈয়দ খান স্কুল এন্ড কলেজে নতুন বই বিতরণ করা হয়েছে।

সোমবার(১ জানুয়ারি) সকাল ১১টার সময় আশুলিয়ায় হাজী সৈয়দ খান স্কুল এন্ড কলেজে বই উৎসবের মধ্য দিয়ে শিক্ষার্থীর হাতে বিনামূল্যে বই তুলে দেন হাজী সৈয়দ খান স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা আশুলিয়া থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাভার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ শাহাদাৎ হোসেন খান।

নতুন বইয়ের গন্ধ শুঁকে/ফুলের মতো ফুটব/ বর্ণমালার গরব নিয়ে/আকাশজুড়ে উঠব কামাল চৌধুরী রচিত ছড়া-স্লেগান সূত্র ধরে। আশুলিয়ায় হাজী সৈয়দ খান স্কুল এন্ড কলেজে,নতুন বছরের প্রথম দিন স্কুলের শিশুরা একসাথে মেতেছে নতুন বইয়ের উৎসবে। এ এক অনাবিল আনন্দ। উৎসবে শিশু-কিশোরেরা যোগ দিয়ে নতুন বই হাতে বাড়ি ফিরেছেন। বছরের প্রথম দিনে।

বই উৎসবে যোগ দেয়া শিক্ষার্থীরা নতুন ক্লাসের নতুন বই পেয়ে আনন্দে মাতোয়ারা হয়ে ওঠে। নতুন বই হাতে পেয়েই শিক্ষার্থীরা পাতা উল্টে নতুন ঘ্রাণ নিতে শুরু করে। বিভিন্ন স্কুল ঘুরে দেখা গেছে,আজ সকাল থেকেই স্কুলের শিক্ষার্থীরা বিভিন্ন গ্রুপে ভাগ হয়ে আনন্দ করছে। প্রত্যেকের মুখে আনন্দের ছাপ। উৎসবমঞ্চ ছিল লাল-সবুজে মোড়ানো।

ছাত্র-ছাত্রী আর অতিথিদের ক্যাপেও ছিল জাতীয় পতাকার রঙ। হাতে পাওয়া বই তুলে ধরে উৎসবের রঙে মিশে যায় শিশুরা। স্কুলের নতুন বই পাওয়া শিক্ষার্থীদের সাথে উৎসবে মেতে উঠেন শিক্ষক- অভিভাবকরাও। এরকম উৎসাহ ও উৎসবের মধ্য দিয়ে আজ আশুলিয়ায় হাজী সৈয়দ খান স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীর হাতে বই পৌঁছে দিচ্ছে। ২০২৪ সালের প্রথম দিনে হাজী সৈয়দ খান স্কুল এন্ড কলেজে প্রায় ৪শত ৪০জন ছাত্র ছাত্রী-কে বই বিতরণ করা হয়েছে।

এ-সময় উপস্থিত ছিলেন,হাজী সৈয়দ খান স্কুল এন্ড কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি হাজী মোঃ আতাউর রহমান খান,হাজী সৈয়দ খান স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক মো: সায়েদ কামাল,সহকারী শিক্ষক নির্মল চন্দ্র রায়, মোছা: তানিয়া আক্তার, মো: সানোয়ার হোসেন, মো: রওশন আলী, মো: জালাল মিয়াসহ প্রমুখ।

Loading