ধামরাইয়ে জমে উঠেছে নির্বাচনী হাওয়া  নৌকার প্রার্থী বেনজির ভোট প্রার্থনা করছেন ভোটাদের ধারে ধারে

প্রকাশিত: ৭:০৪ অপরাহ্ণ , ডিসেম্বর ২৮, ২০২৩

ঢাকার ধামরাইয়ের অলিগলি থেকে রাজপথ। মহল্লার চায়ের টেবিল থেকে শুরু করে অফিস সবখানেই আলোচনা এখন আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট নিয়ে। তারই ধারাবাহিকতায় উপজেলা আওয়ামী লীগের নৌকা মার্কার সমর্থনরা নির্বাচনী মাঠ গুছিয়ে রাখতে উঠান বৈঠক সহ পথসভা করে ব্যস্ত সময় পার করছেন তারা। বর্তমান এমপি ও ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি  নৌকার কান্ডারী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজির আহমেদ তিনি দিন রাত ঘুরে নেতা কর্মিদের নিয়ে ভোটারদের কাছে নৌকা মার্কায় ভোট চাইছেন।  প্রতিদিন রাতদিন পথসভা সহ উঠান বৈঠক অনুষ্ঠিত করছেন তিনি।এসময় প্রতিটি ইউনিয়ন  উঠান বৈঠকে জনতার ঢল নেমে আসে, তারা একবাক্যে নৌকা মার্কায় ভোট দেওয়ার প্রতিস্রতি দেন।
এ উপজেলায় একটি পৌরসভা ও ১৬ টি ইউনিয়ন পরিষদ নিয়ে গঠিত ধামরাই  উপজেলা। এখানে মোট ভোটার সংখ্যা ৩ লক্ষ ৫৫ হাজার ৯৮২ জন। পুরুষ ভোটার রয়েছে ১লক্ষ ৭৭ হাজার ৪১২ জন এবং মহিলা ভোটার রয়েছে ১লক্ষ ৭৮ হাজার ৫৭০ জন। প্রতিটি সময়ে বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজির আহমেদ বলেন,  আমি আশাবাদী সারা ধামরাইয়ে যে জুয়ার উঠেছে নৌকা মার্কার।  আমি জানি নৌকা মার্কায় ভোট দিয়ে ধামরাই থেকে আমাকে  বিজয়ী করবে। এসময় বিভিন্ন ইউনিয়নের নেতা কর্মীরা ব্যক্ত করেন নৌকা মার্কার যে জোয়ার এসেছে বিজয়ের হাসি বেনজির ভাইয়ের গলায় পড়বে। নৌকার বিকল্প কোনো মার্কা নেই তাই জনগণ নির্বিঘ্নে নৌকা মার্কায় ভোট দিবেন বলে আমরা আশাবাদী।

Loading