পটিয়ায় নৌকা আর ঈগলের কোন্দলে মাঠ দখলে নোঙ্গর

এস.এম.এ জুয়েল এস.এম.এ জুয়েল

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ৫:৫০ অপরাহ্ণ , ডিসেম্বর ২৫, ২০২৩

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম পটিয়া-১২ আওয়ামী লীগের নেতা কর্মীরা দুভাগে বিভক্ত। একটি পক্ষ কাজ করছে নৌকা প্রতীকের প্রার্থী মোতাহেরুল ইসলামের পক্ষে অপর পক্ষ ঈগল প্রতীকে স্বতন্ত্র প্রার্থী সামশুল হক চৌধুরী পক্ষে দুই পক্ষ মামলা, হামলা, গ্রুপ ভিত্তিক কোন্দলের মাঝে শক্ত অবস্থান সৃষ্টি করছে নোঙ্গর। ভোটারদের মনজয় করতে নিরলস কাজ করছেন বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) মনোনীত প্রার্থী এম এয়াকুব আলী।

এম এয়াকুব আলী বলেন বাংলাদেশে নির্বাচনের সুষ্ঠু ধারা ফিরিয়ে আনতে,মানুষের মৌলিক মানবাধিকার অধিকার প্রতিষ্ঠা করতে, পরিবারতন্ত্রের মাধ্যমে পটিয়ার মানুষকে জিম্মি দশা থেকে মুক্ত করতে এবারের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়েছি।পটিয়ায় উন্নয়নের নামে হরিলুট হয়েছে, হালুয়া রুটির ভাগাভাগি হয়েছে।আমি গত ১৮ বছর আগে থেকেই একটা পরিচ্ছন্ন রাজনীতি করতে মাঠে নেমেছি।বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করবে। সরকার বলছে অবাধ নিরপেক্ষ নির্বাচন হবে। । এখনো পটিয়ার মানুষের জন্য পরিচ্ছন্ন রাজনীতি করে আসছি। সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক, কিশোর গ্যাং,গুম,খুন,অপহরণমুক্ত পটিয়া গড়তে আমি কাজ করব। যাতে আমার পটিয়ার মানুষ সুখে শান্তিতে বসবাস করতে পারে। এ বীর পটিয়াকে নিয়ে আমার অনেক ভাবনা আছে। অনেক সুনাম ও ঐতিহ্য রয়েছে এখন সময় এসেছে আমর পটিয়াবাসীর ভোটের মাধ্যমে উচিত জবাব দেওয়ার।

Loading