যশোর-১,শার্শা আসনের কায়বা ইউনিয়নে সারাদিন পথসভা ও গণসংযোগ করে নৌকায় ভোট চাইলেন প্রার্থী শেখ আফিল উদ্দিন

প্রকাশিত: ১:৫৭ পূর্বাহ্ণ , ডিসেম্বর ২৫, ২০২৩

যশোর-১ (শার্শা) আসনে আওয়ামী লীগের প্রার্থী ও আসনটির বর্তমান এমপি আলহাজ শেখ আফিল উদ্দিন কায়বা ইউনিয়নে গণসংযোগ ও পথসভা করে নৌকা মার্কায় ভোট প্রার্থনা করেছেন। রোববার নির্বাচনী প্রচারণার শুরুতে ইউনিয়নটির রুদ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে একটি পথসভা অনুষ্ঠিত হয়। বিপুল সংখ্যক মানুষের সমাগমে পথসভাটি একপর্যায়ে বিশাল জনসভায় পরিণত হয়।

এ সময় রুদ্রপুর ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শওকত আলীর সভাপতিত্বে পবিত্র কোরআন তেলোয়াত করেন স্থানীয় আওয়ামী লীগ নেতা আব্দুল গফফার গাজী। পরে নৌকার প্রার্থী এমপি শেখ আফিল উদ্দিনকে ফুলেল শুভেচ্ছা জানান ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শওকত আলী, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান খোকা মোল্লা, আওয়ামী লীগ নেতা শহীদ কাজী, বীরমুক্তিযোদ্ধা গোলাম রাজ্জাক, যুবলীগের সভাপতি নায়েব আলী, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, রাসেল স্মৃতি সংসদের সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মিন্টু, ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মাহমুদ হোসেন, তাইজুল ইসলাম, মাসুম বিল্লাহ, গফফার মুন্সী, মনিরুজ্জামান মুন্নু মেম্বার, লাল্টু হোসেন, লিটু প্রমুখ।

এ ছাড়াও এমপি শেখ আফিল উদ্দিন এদিন কায়বা বাইকোলা ওসমানিয়া দাখিল মাদ্রাসা প্রাঙ্গনে গণসংযোগ করেন। এ সময় হাজার হাজার মানুষ নৌকা প্রতীকের প্রার্থী শেখ আফিল উদ্দিনকে শুভেচ্ছা জানান।

বায়কোলা ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি খোরশেদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভার শুরুতে পবিত্র কোরআন তেলোয়াত করেন স্থানীয় আওয়ামী লীগ নেতা ফজলুর রহমান। এ সময় এমপি আফিল উদ্দিন জনতার কাছে নৌকা মার্কায় ভোট প্রার্থনা করেন।

তিনি বলেন, আওয়ামী লীগ সরকার আপনাদের জন্য অনেক করেছে। কাঁচা রাস্তা পাকা করে দিয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানে ৪ তলা মাদ্রাসা ভবন দিয়েছে। প্রত্যেক ঘরে ঘরে বিদ্যুতের আলো পৌঁছে গেছে। এক সময়ের সেই ভূতুড়ে পল্লী এখন শহরে রূপান্তরিত হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনাদের সালাম জানিয়েছেন এবং নৌকা মার্কায় ভোট প্রার্থনা করেছেন। আগামীতে আওয়ামী লীগ সরকার রাষ্ট্রীয় ক্ষমতায় এলে আপনাদের সব চাওয়া পূরণ করা হবে।

এ সময় বক্তব্য রাখেন কায়বা ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মাস্টার রফিকুল ইসলাম, স্থানীয় যুবলীগ নেতা রফিকুল প্রমুখ।

এর পরে চালিতাবাড়িয়া আর ডি মাধ্যমিক বিদ্যালয় মাঠে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত পথসভায় নৌকা মার্কায় ভোট প্রার্থনা করেন শেখ আফিল উদ্দিন। ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি খন্দকারের সভাপতিত্বে পথসভায় পবিত্র কোরআন তেলোয়াত করেন স্কুলের সাবেক প্রধান শিক্ষক মাস্টার রওশন আলী।

এ সময় নৌকা মার্কায় ভোট প্রার্থনা করে শেখ আফিল উদ্দিন বলেন, আওয়ামী লীগের উন্নয়নের কথা মাসের পর মাস বর্ণনা করলেও শেষ হবে। কায়বা ইউনিয়নে অনেকগুলো শিক্ষাপ্রতিষ্ঠানে ভবন নির্মাণ করা হয়েছে। আপনাদের সামনে বিশাল আকারের ৪ তলা স্কুল ভবন দৃশ্যমান।

সেখান থেকে রাড়ীপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে গণসংযোগ ও পথসভা করেন এমপি শেখ আফিল উদ্দিন। ৬নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আহম্মদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ পথসভায় কোরআন তেলোয়াত করেন হাফেজ মিকাইল হোসেন।

পরে আলোচনা সভায় এমপি শেখ আফিল উদ্দিন বলেন, ভোট চেয়ে আপনাদের লজ্জায় ফেলতে চাই না। আওয়ামী লীগ সরকার আপনাদেরকে রাস্তা, স্কুল, বিদ্যুৎসহ অনেক কিছু দিয়েছে। আপনার এখন শহরের বাসিন্দাদের মতো জীবনমান ভোগ করছেন।

এ সময় নৌকার প্রার্থী শেখ আফিল উদ্দিনকে ফুলেল শুভেচ্ছা জানান কায়বা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান হাসান ফিরোজ আহমেদ টিংকু, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম মেম্বার, রাড়ীপুকুর ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব আলী, আক্তারুজ্জামান মেম্বার, জহুরা খাতুন, যুবলীগের সভাপতি, সম্পাদক প্রমুখ।

দিনের শেষ প্রহরে বাগুড়ী বেলতলা বাজারে গণসংযোগ ও পথসভা করেন এমপি শেখ আফিল উদ্দিন। স্থানীয় আওয়ামী লীগের সভাপতি আব্দুল আজিজ মেম্বারের সভাপতিত্বে পথসভায় কোরআন তেলোয়াত করেন আওয়ামী লীগ নেতা আব্দুল গণি। বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা আব্দুল্লাহ, আব্দুল মান্নান মেম্বার, নাসির উদ্দিন মেম্বার, কাবিল, রেজাউল ইসলাম, কায়বা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি এএসকে মাসুদ রানা চঞ্চল প্রমুখ।

এ সময় এমপি শেখ আফিল উদ্দিন বলেন, আমি আমার সততা দিয়ে শার্শাবাসীকে ভালবেসেছি। আমার ১৫ বছরের এমপি জীবনে সরকারের একটি পয়সাও মেরে খাইনি। যতটুকু বরাদ্দ পেয়েছি তার শতভাগ খরচ করে উন্নয়ন করেছি। যা কম পড়েছে, তা নিজের কাছ থেকে দিয়ে অসমাপ্ত কাজ সম্পন্ন করেছি।

এদিন তিনি কায়বা ইউনিয়ন আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আব্দুর রোজ এর অসুস্থ শতবর্ষী মাকে দেখতে যান। সেখানে গিয়ে তিনি বলেন, মাগো’ দোয়া কইরো। আমার বাবা-মা কেউ বেঁচে নেই। তুমি আরও অনেক বছর বেঁচে থাকো, দোয়া রইল। তোমার ছেলের জন্য দোয়া কইরো। প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া কইরো।

এ সময় উপস্থিত ছিলেন কায়বা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন, ছাত্রলীগের সাধারণ সম্পাদক মিল্টন, আওয়ামী লীগ নেতা আজিজ মোড়ল, তারিকুল ইসলাম, কামরুজ্জামান শামীম, আকিব হোসেন, জাবেদ হোসেন, ছাত্রলীগ নেতা শুভ প্রমুখ।

সারা দিনের গণসংযোগ ও পথসভা শেষে ফেরার পথে বাগআঁচড়া ইউনিয়নের সাতমাইল বাজারে ইউনিয়ন যুবলীগের আয়োজনে পথসভায় নৌকা মার্কায় ভোট প্রার্থনা করেন শেখ আফিল উদ্দিন এমপি।

এদিনের নির্বাচনী প্রচারণায় এমপি শেখ আফিল উদ্দিনের সঙ্গে ছিলেন শার্শা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু, জেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক আসিফ উদ-দৌলা অলোক, দৈনিক স্পন্দন পত্রিকার নির্বাহী সম্পাদক মাহাবুব আলম লাবলু, শার্শা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফফর হোসেন, শার্শা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও যশোর জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আলহাজ সালেহ আহমেদ মিন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ ইব্রাহিম খলিল, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ, কোষাধ্যক্ষ ওয়াহিদুজ্জামান ওহিদ, শার্শা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলেয়া ফেরদৌস, পূজা উদযাপন পরিষদের সভাপতি বৈদ্যনাথ দাস, যুবলীগের সভাপতি অহিদুজ্জামান অহিদ, সাধারণ সম্পাদক সোহরাব হোসেন, যুবলীগ নেতা জাহাঙ্গীর আলম, ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুর রহিম সরদার প্রমুখ।

নির্বাচনী পথসভায় স্থানীয়ভাবে উপস্থিত ছিলেন বাহাদুরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পরিষদের চেয়ারম্যান মফিজুর রহমান, আওয়ামী লীগ নেতা বাদশা মল্লিক, আব্দুর রশিদ, বাহাদুরপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুর রহমান তিতাস, যুবলীগ নেতা তরিকুল ইসলাম, ইব্রাহীম বিশ্বাষ, জুলহাস হোসেন, আমির হোসেন প্রমুখ।

Loading