রামগড়ে নির্বচনী প্রচারণা চালান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি

বাহার উদ্দিন বাহার উদ্দিন

রামগড় প্রতিনিধি

প্রকাশিত: ১০:২৪ অপরাহ্ণ , ডিসেম্বর ২৩, ২০২৩

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৮ নং  খাগড়াছড়ি আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী কুজেন্দ্র লাল ত্রিপুরা (এমপি) রামগড় উপজেলার বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচারণা চালান। প্রচারণার অংশ হিসেবে তিনি বিভিন্ন স্থানে গণসংযোগ,পথসভা ও উঠান বৈঠক করেন। শনিবার (২৩ ডিসেম্বর) দুপুর হতে সন্ধ্যা পর্যন্ত উপজেলার পাতাছড়া ইউনিয়নের নাকাপা বাজার, থলিবাড়ি, রামগড় সদর ইউনিয়নের লাচারি পাড়া, লামকু পাড়া, এবং রামগড় বাজারে তিনি এ নির্বাচনী প্রচারণা চালান।এসময় তাঁর সফরসঙ্গী ছিলেন তিন পার্বত্য জেলার সংরক্ষিত নারী আসনের সাংসদ বাসন্তী চাকমা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও খাগড়াছড়ির পৌর মেয়র নির্মলেন্দু চৌধুরী,খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কংজুরী চৌধুরী, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি কল্যাণ মিত্র বড়ুয়া প্রমুখ। এছাড়াও রামগড় উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ মোস্তফা হোসেন,রামগড় উপজেলা পরিষদ চেয়ারম্যান বিশ্বপ্রদীপ কুমার কারবারি, রামগড় পৌরসভার মেয়র রফিকুল আলম কামাল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পাতাছাড়া ইউপি চেয়ারম্যান কাজী নুরুল আলম আলমগীর, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আনোয়ার ফারুক, সাবেক ইউপি চেয়ারম্যান মনিন্দ্র ত্রিপুরা,উপজেলা ও পৌর আওয়ামীলীগ, মহিলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ সকল সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী নৌকা মার্কার প্রচার প্রচারণায় অংশ নেন। প্রচারনার সময় জনগণের কাছে গিয়ে কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি বর্তমান সরকারের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে আবারো নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগ (শেখ হাসিনার) সরকারকে ক্ষমতা আনার আহবান জানান। তিনি আরও বলেন, পার্বত্য অনঞ্চলসহ দেশের উন্নয়নে, উন্নয়ন ও  সমৃদ্ধির প্রতীক নৌকা মার্কার কোন বিকল্প নেই।উন্নয়ন কর্মকান্ডের মাধ্যমে শেখ হাসিনা সরকার পাহাড়ে শান্তি, সম্প্রীতি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা করেছে। এই সরকারের আমলেই পদ্মা সেতু, কর্ণফুলী ট্যানেল,পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র,মেট্রোরেলের মত বড় বড় মেগা প্রজেক্ট বাস্তবায়ন করা হয়েছে।তাই আগামী ৭ই জানুয়ারী ২০২৪ ভোট কেন্দ্রে গিয়ে নৌকা মার্কায় ভোট দিয়ে খাগড়াছড়ি ২৯৮নং আসনটি শেখ হাসিনাকে উপহার দেয়ার আহবান জানান।

Loading