স্বস্তি – বিভা ইন্দু

প্রকাশিত: ৪:৪৫ অপরাহ্ণ , ডিসেম্বর ২০, ২০২৩
বুজের উচ্ছ্বাস
কাঠবেড়ালির পেয়ারা
শ্বাশত রূপসৃষ্টি!
বুভুক্ষু প্রেমের অনিবার্য খুঁটি
ঝড় ওঠে নোনা ইচ্ছায়
ধুমকেতুর ঘ্রাণে
কক্ষপথের বিক্ষুব্ধ পিপাসা
ভুলে ভরা অশান্ত বাতাসে কার্বনের বিষ
ওজোনস্তরের বেগুনি ক্ষত
মহর্ষি রত্নাকর দস্যু
বুকের গভীরে লুকিয়ে রেখেছো
গাঢ় নিঃশ্বাসের রক্তাক্ত রঙ
যেখানে প্রাণ পায়
সহস্র স্বপ্নের ক্যানভাস
সত্য সাহসী গ্রীবায় বিশ্বাসী চুম্বন
তখনই সমুদ্র উথলে ওঠে
বালিয়াড়ির কোলে
ডুবে যায় প্রেম
অবগুণ্ঠন উড়ে যায় বাউলের একতারায়
যুগান্তরের তপস্যার প্রসাদ পিয়ে
নিভে যায় আগ্নেয়গিরি
গিরিখাদের পাঁজরে নদী সুখে
ময়ূরকণ্ঠীর গন্তব্য
অমৃতলোকের আসরে—
আহা কী অপূর্ব
স্বস্তি!

Loading