জান্তা হটিয়ে রাখাইন দখলের দাবি মিয়ানমারের আরাকান আর্মির

প্রকাশিত: ১২:৫৮ অপরাহ্ণ , ডিসেম্বর ১৯, ২০২৩

মিয়ানমারে জান্তা বাহিনীকে হটিয়ে রাখাইন রাজ্য নিজেদের দখলে নেয়ার দাবি করেছে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। এক বিবৃতিতে রাজ্যের ১৭টি শহরের মধ্যে ১৫টিতেই নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার কথা জানায় তারা।

টানা ৪৫দিন সেনাবাহিনীর সাথে যুদ্ধ করার পর রাজধানী সিতওয়েসহ বাকি শহরগুলোর পুরোপুরি দখল নেয় বিদ্রোহী সংগঠনটি। পাশাপাশি প্রতিবেশি চীন রাজ্যের পালেতোয়াতে ১৭টি গুরুত্বপূর্ণ জায়গায় শক্ত অবস্থান নিয়েছে আরাকান যোদ্ধারা। তবে উত্তর রাখাইন এবং দক্ষিণ চীনের বেশ কয়েকটি শহরে এখনো জান্তা বাহিনীর সাথে লড়াই অব্যাহত রয়েছে। গত এক সপ্তাহে বিদ্রোহীদের হামলায় ১০০ জনের বেশি সেনা নিহত ও বহু ঘাঁটি খুইয়েছে জান্তা বাহিনী। অক্টোবরের শেষ দিক জান্তার বিরুদ্ধে যৌথ এবং সম্মিলিত আক্রমণের ঘোষণা দেয় আরাকান আর্মিসহ বিদ্রোহী সংগঠনগুলো।

Loading