ধামরাইয়ে আগামীকাল শরীফবাগ ইসলামিয়া কামিল মাদ্রাসার ৭৫ তম বার্ষিকীতে ঐতিহাসিক ইসলামী ওয়াজ মাহফিল

প্রকাশিত: ২:৩২ অপরাহ্ণ , ডিসেম্বর ১৩, ২০২৩

 

ঢাকার ধামরাই উপজেলার শরীফবাগ ইসলামিয়া কামিল মাদ্রাসার উদ্যোগে আগামীকাল ১৪ ডিসেম্বর বৃহস্পতিবার ১দিনব্যাপী ঐতিহাসিক ইসলামি ওয়াজ মাহফিল উক্ত মাদ্রাসার মাঠে অনুষ্ঠিত হবে।
মাদ্রাসার ৭৫ তম বার্ষিকতে ঐতিহাসিক ইসলামি ওয়াজ মাহফিলে দেশ বরেণ্য ওলামায়ে ও মাসায়েখগণ কোরআন ও হাদিস থেকে বয়ান করবেন। এতে প্রধান মেহমান হিসেবে উপস্থিত থাকবেন স্হানীয়এমপি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা বেনজির আহমেদ, বিশেষ মেহমান হিসেবে থাকবেন পৌর মেয়র গোলাম কবির মোল্লা, উপজেলা ভাইস চেয়ারম্যান সিরাজউদ্দিন, ধামরাই সদর ইউপি চেয়ারম্যান মশিউর রহমান। বয়ান করবেন শায়খ ড. মুহাম্মদ শহিদুল্লাহ খান মাদানী (উত্তরা ঢাকা)বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীস ও প্রতিষ্ঠাতাপরিচালক,শায়খ ড.মোজাফফর বিন মুহসিন (রাজশাহী) পরিচালক ইসলামিক রিসার্চ এন্ড রিফরমেশন সেন্টার ও শায়খ ড. মো: রফিকুল ইসলাম মাদানী( টঙ্গী) ধর্মীয় আলোচক এনটিভি, আরটিভি ও বৈশাখী টিভিতে। এছাড়া আরো অনেকে বয়ান করবেন। সভাপতিত্বে করবেন সাবেক সচিব ও উক্ত মাদ্রাসার গভর্নিং বডি সভাপতি মোঃ আব্দুস সবুর।এই ঐতিহাসিক ইসলামী ওয়াজ মাহফিলে উপস্থিত থাকার জন্য সকল মুসলমানদের বিশেষভাবে আমন্ত্রণ জানিয়েছেন উক্ত মাদ্রাসার অধ্যক্ষ ড. মো: ফায়জুল আমীন সরকার।

Loading