নোয়াখালীতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

প্রকাশিত: ৬:০৯ অপরাহ্ণ , ডিসেম্বর ৯, ২০২৩

ইফতেখাইরুল আলম,স্টাফ রিপোর্টার

আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ২০২৩ ইং উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ৯ ই ডিসেম্বর(শনিবার)সকাল ১০টার দিকে জেলা প্রশাসকের কার্যালয় চত্তরে জাতীয় পতাকা উত্তলন এবং বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান। এ সময় দুর্নীতি বিরোধী মানববন্ধনে দুদক, জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের ব্যক্তিবর্গ, উন্নয়ন সংস্থাসমূহের প্রতিনিধি ও ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান বলেন, উন্নয়ন, শান্তি ও নিরাপত্তার লক্ষ্যে দুর্নীতি প্রতিরোধের বিরুদ্ধে আমরা সকলে আজ ঐক্যবদ্ধ হয়ে সরকারি কর্মকর্তারা শপথ করলাম আমাদের কার্যালয়ে কোনো রকম দুর্নীতি হবে না এবং দুর্নীতির বিরুদ্ধে সব সময় সোচ্চার থাকবো সবাই। পরে জেলা প্রশাসকের সভা কক্ষে আলোচনা সভায় দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক মো. ফারুক আহমেদের সভাপতিত্বে ও নির্বাহী ম্যজিস্ট্রেট আবিদা খানম বৈশাখীর সঞ্চালনায়,প্রধান অতিথির হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,অতিরিক্ত পুলিশ সুপার মো. মোর্তাহীন বিল্লাহ, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যক্ষ আবুল বাশার, সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আখিনূর জাহান নীলা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাঈমা নুসরাত জাবীন, শিক্ষাবিদ অধ্যক্ষ কাজী মো. রফিক উল্যাহ, নাগরিক অধিকার আন্দোলনের সদস্য সচিব সাংবাদিক জামাল হোসেন বিষাদ, ব্র্যাকের জেলা কর্মকর্তা মো. নুরুজ্জামান প্রমূখ। অন্যন্যাদের মধ্যে বক্তব্য রাখেন,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. নাজিমুল হায়দার, উপকূলীয় বন বিভাগ নোয়াখালীর বিভাগীয় বন কর্মকর্তা আবু ইউসুফ, জেলা পরিবার পরিকল্পনা কার্যালয় নোয়াখালীর উপ পরিচালক ইফতেখার আহমেদ চৌধুরী, বিভাগীয় দুদকের পিপি অ্যাডভোকেট নুর হোসেন মাসুদ, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক এ কে এম সাইফউদ্দিন সোহান, বীর মুক্তিযোদ্ধার কমান্ডার মোজাম্মেল হক মিলন সহ এ সময় জেলায় কর্মরত সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন শ্রেণি মানুষ উপস্থিত ছিলেন।

Loading