গোপালগঞ্জের নবীনবাগ ৩৬ বছর পর জমি ফিরে পেলেন প্রকৃত মালিক

প্রকাশিত: ৭:৪০ অপরাহ্ণ , নভেম্বর ২২, ২০২৩

মোঃ মাসুদ রানা, গোপালগঞ্জ প্রতিনিধি:
গোপালগঞ্জ এর পৌরসভা ১২ নম্বর ওয়ার্ড নবীনবাগ এর দীর্ঘ ৩৬ বছর পর জমি ফিরে পেলেন অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার দুদক আলহাজ্ব মোহাম্মদ আফতাব উদ্দিন। সরোজমিনে গিয়ে জানা যায় আফতাব উদ্দিন বলেন ১২ ওয়ার্ডের কাউন্সিলর আল আমিন ইসলাম এবং সরকারি সার্ভেয়ারের মাধ্যমে আমাকে জমি ফিরিয়ে দেয়। আলহাজ্ব মোহাম্মদ আফতাব উদ্দিন বলেন অনেক দিনের সম্পত্তি ফিরে পেয়ে আমি অনেক আনন্দিত। ঐ জমি দখলের পাঁয়তারা চালিয়েছিল পাশ আলীর জমির মালিক । দীর্ঘদিন এ নিয়ে পারিবারিক সমস্যা চলতেছিল । কিন্তু কাউন্সিলর আল-আমিন ইসলামের উপস্থিতিতে এলাকার গণ্যমান্য মুরুব্বিদের সামনে ঐ জমির মূল মালিক মোঃ আফতাব উদ্দিন কে জমি বুঝিয়ে দেন। স্থানীয় সূত্রে জানা গেছে, গোপালগঞ্জ সদর উপজেলার নবীন বাগ এলাকার মুরুব্বিরা প্রকৃত মালিক আফতাব উদ্দিন কে জমি ফিরিয়ে দেন।

Loading