সৈয়দ বাড়ি দরবার শরীফে

আল্লামা হাশেমী-নঈমী স্মরণে দোয়া মাহফিল

প্রকাশিত: ১১:১৫ পূর্বাহ্ণ , জুলাই ২২, ২০২০

রাঙ্গুনিয়া সৈয়দ বাড়ি দরবার শরীফে খাজায়ে বাঙাল মুজাদ্দিদে মিল্লাত হযরত শাহ্জালাল ইয়ামিনি (রহ্.), ইমামুল ফোকাহ্ হযরত আল্লামা ইবনে আবেদীন শামী (রহ.), সৈয়্যদুল আউলিয়া বানিয়ে জামিয়া আহমদিয়া সুন্নিয়া সৈয়্যদ আহমদ শাহ্ সিরিকোটি (রহ্.), ইমামে আহলে সুন্নাত আল্লামা কাযী নুরুল ইসলাম হাশেমী (রহ্.) ও শেরে মিল্লাত মুফতি ওবাইদুল হক নঈমী স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল গতকাল অনুষ্ঠিত হয়।
হযরত সৈয়্যদ আযীম উদ্দীন আল আরবী (রহ্.) শাহী জামে মসজিদে কমপ্লেক্স কমিটির সভাপতি আলহাজ্ব সৈয়্যদ আবুল উলার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন পীরে ত্বরিকত হযরতুলহাজ্ব আল্লামা সৈয়্যদ মুহাম্মদ আইয়ুব নূরী ফরহাদাবাদী (ম.জি.আ)। কমপ্লেক্স কমিটির সাধারণ সম্পাদক ডা.সৈয়্যদ মেজবাহ উদ্দিন শওকতের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সৈয়্যদ আযীম উদ্দিন আল আরবী (রহ্.) শাহী জামে মসজিদের খতিব মাওলানা মুহাম্মদ মুনিরুল হক মারুফ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন তিন চৌদিয়া বদু মিয়া জামে মসজিদের খতিব মাওলানা মুহাম্মদ মুসলেহ উদ্দিন জাবেদ, পোমরা-বেতাগী শাহী জামে মসজিদের খতিব মাওলানা মুহাম্মদ মহিউদ্দিন নেছারি, জামিয়া আহমদিয়া সুন্নিয়া মাদরাসার শিক্ষার্থী সৈয়্যদ মুহাম্মদ সোলায়মান, হযরত সৈয়্যদ আযীম উদ্দিন আল আরবী (রহ্.) শাহী জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মুহাম্মদ ইসহাক প্রমুখ।
সভায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ইসলামের সৌন্দর্য সার্বজনীন। এটা শান্তির ধর্ম। আল্লাহ প্রদত্ত বিশ্ববাসীর জন্য একমাত্র ধর্ম যেখানে অন্যান্য ধর্মাবলম্বীদের নিরাপত্তা সুনিশ্চিত করা হয়েছে। এমন একটি শান্তির ধর্মের প্রচার প্রসারে অনন্য অসাধারণ ভূমিকা রেখেছেন আউলিয়ায়ে কিরামগণ। তাঁদের পদাঙ্ক পরিপূর্ণ অনুসরণ ব্যতিত প্রকৃত মুমিন হওয়া সম্ভব নয় বলেও উল্লেখ করেন তিনি।
শেষে প্রধান অতিথি হাশেমী-নঈমী হুজুরের রূহের মাগফেরাত কামনা সহ কোভিড ১৯ করোনা মহামারি থেকে বিশ্ববাসীর সুরক্ষার জন্য মহান আল্লাহর দরবারে দুআ মুনাজাত করেন।

Loading