চট্টগ্রামের ২৬ রুটে চলছে পরিবহন ধর্মঘট নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: ২:৪৮ অপরাহ্ণ , অক্টোবর ১৮, ২০২৩ ৭ দফা দাবিতে কক্সবাজার, বান্দরবানসহ দক্ষিণ চট্টগ্রামের ২৬ রুটে চলছে ১২ ঘন্টার পরিবহন ধর্মঘট।বুধবার সকাল ৬টা থেকে শুরু হওয়া ধর্মঘট চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত।চট্টগ্রাম পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ জানায়, সড়কে শৃঙ্খলা আনা, বিআরটিএ’র অনুমোদন ছাড়া স্লিপার কোচ এবং অবৈধ থ্রি হুইলার চলাচল বন্ধ করাসহ সাত দফা দাবিতে ধর্মঘটের ডাক দেয় সংগঠনটি।এদিকে বাস চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।এর আগে একই দাবিতে ৯ অক্টোবরও দুই ঘন্টার জন্য বাস চলাচল বন্ধ রেখে বিক্ষোভ করেছিলেন পরিবহন শ্রমিকরা। শেয়ার চট্টগ্রামবিষয়: