রামগড় থানার জি আর মামলায় ছয় মাসের সাজা প্রাপ্ত আসামী গ্রেফতার

বাহার উদ্দিন বাহার উদ্দিন

রামগড় প্রতিনিধি

প্রকাশিত: ৮:৫১ অপরাহ্ণ , অক্টোবর ১৫, ২০২৩

ছয় মাসের সাজা এড়াতে দীর্ঘ ২০১৫ সালের পর থেকে ৭ বছর পলাতক থাকার পর অবশেষে পুলিশের হাতে আটক হয়েছে মেহেদী হাসান প্রকাশ সজীব (১৯) নামের এক আসামি।

আটককৃত ব্যক্তি রামগড় পৌরসভার ৫ নং ওয়ার্ড চৌধুরী পাড়ার বৌদ্ধ মন্দির এলাকার শাহজাহান মিয়ার ছেলে। তার বিরুদ্ধে রামগড় থানার ২০১৫ সালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলায় (জিআর নং-১৫৮/১৫) ৬ মাসের বিনাশ্রম করাদন্ডের গ্রেফতারী পরোয়ানা জারি ছিল।

রবিবার(১৫ অক্টোবর) দুপুরে মানিকছড়ি থানা পুলিশের সহায়তায় মানিকছড়ি বাজারের বড় মসজিদের গলি হইতে তাকে গ্রেফতার করে রামগড় থানার এসআই মোঃ সামছুল আমিন, এএসআই হবিকুল ইসলাম ও ফোর্স সাজ্জাদ।পুলিশ জানায়,আসামি ৬ মাসের সাজা এড়াতে দীর্ঘ ৭ বছর ধরে রামগড়ের বাহিরে বার বার পেশা বদল করে বিভিন্ন এলাকায় লুকিয়ে থাকত।

সাজাপ্রাপ্ত আসামী মোটর সাইকেল ভাড়ায় চালানোর সংবাদ পেয়ে পুলিশ সেখানে গিয়ে যাত্রী সেজে তাকে গ্রেফতার করে।
রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মিজানুর রহমান বলেন, আসামীকে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শেষে জেল হাজতে পাঠানো হয়েছে।

Loading