কপিলমুনি সহচরী বিদ্যা মন্দিরের ভবন ভিত্তি স্থাপনের উদ্বোধন

মিলন দাশ মিলন দাশ

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

প্রকাশিত: ২:২৮ অপরাহ্ণ , অক্টোবর ১০, ২০২৩

খুলনা-৬ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু বলেছেন, আওয়ামী’লীগ সরকারের সময় শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত ও শিক্ষার ব্যাপক উন্নয়ন হয়েছে। পাইকগাছা-কয়রায় বহু শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে বরাদ্দ দিয়েছি। সারা দেশে অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠানে সুউচ্চ বিল্ডিংগুলো আজ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, যা আ’লীগ সরকারের বৃহৎ অবদান।

 

সোমবার বিকালে কপিলমুনি সহচরী বিদ্যা মন্দির স্কুল এন্ড কলেজের নতুন একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন তিনি। প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) সঞ্জয় কুমার মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবল মন্টু, খুলনা শিক্ষা অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মোঃ আশরাফুল হক, কপিলমুনি ইউপি চেয়ারম্যান মোঃ কওছার আলী জোয়ার্দার, উপজেলা আলীগের যুগ্ম সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস, মেহেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রহিমা আখতার শম্পা, কপিলমুনি প্রেসক্লাবের আহবায়ক আঃ রাজ্জাক রাজু, জি এম হাসান ইমাম, ছাত্রলীগ নেতা রায়হান পারভেজ রনি, ইমরান মোল্লা প্রমূখ।

অনুষ্ঠানের শুরুতে নতুন একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপনের উদ্বোধন করেন প্রধান অতিথি সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু। অনুষ্ঠান সঞ্চালনা করেন শিক্ষক দিব্যেন্দু কুমার দাশ।

Loading