এক চিলতে খোলা আকাশ – বিভা ইন্দু নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: ২:৪৭ অপরাহ্ণ , সেপ্টেম্বর ১, ২০২৩ তোমার খুশিগুলোকে উগ্র উৎকট এক বিষাক্ত হাওয়া এসে নিভিয়ে দিয়েই ক্ষান্ত হয়নি ভেঙে ফেলেছে একটু একটু করে জমানো প্রগাঢ় আত্মবিশ্বাস, আমাকে পারতেই হবে। আমিও জানবো আজীবন, সত্যিই তুমি পারঙ্গম। আজীবনের বিজয়ী। এক চিলতে খোলা আকাশ আমার। আহা কী ভীষণ উৎকট!যন্ত্রণা তাড়িয়ে বেড়ায় আমায় যদি আর একবার জন্ম নিই তবে তুমি আমার কন্যা হয়ে এসো মাতৃত্বের নির্যাস নিংড়ে আঁটসাঁট করে আটকে রাখবো পাঁজরের গরাদে যেভাবে আদরে যত্নে দুষ্টুমিতে মেতে থাকে আমারই অবোধ শিশু। শেয়ার শিল্প-সাহিত্য বিষয়: