খাগড়াছড়ির রামগড় (৪৩ বিজিবি)র অভিযানে বাংলা মদ সহ একজন আটক

বাহার উদ্দিন বাহার উদ্দিন

রামগড় প্রতিনিধি

প্রকাশিত: ৮:১৯ অপরাহ্ণ , আগস্ট ৩০, ২০২৩

রামগড়ের ৪৩ বিজিবি মদ সহ একজনকে আটক করেছে।
বুধবার (৩০ আগস্ট) ভোররাতে ওই এলাকার কয়লার মুখ চেকপোস্টের সামনে কর্মরত নায়েক বেল্লাল হোসেনের নেতৃত্বে বিজিবি এ অভিযান চালায়।

জানা যায়, আটককৃত আসামির নাম মো: নুরনবী। তিনি রামগড় উপজেলার উত্তর গর্জনতলীর মৃত ধন মিয়ার ছেলে।

রামগড় বিজিবি জানায়, তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে রামগড় জোনের আওতাধীন চট্টগ্রামের জোরারগঞ্জ থানার কয়লারমুখ এলাকায় অবৈধ মালামাল আসছে। এ সংবাদের ভিত্তিতে তারা অভিযান পরিচালনা করে মো: নুরনবী নামে ওই ব্যক্তিকে আটক করে। তার কাছ থেকে ৩৯ লিটার বাংলা মদ ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। আটক আসামির বিরুদ্ধে চট্টগ্রামের জোরারগঞ্জ থানায় মামলা দায়ের প্রক্রিয়া চলছে বলে জানা যায়।

রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি)র অধিনায়ক লেঃ কর্ণেল আবু বকর সিদ্দিক সাইমুম জানান, সীমান্ত সুরক্ষার পাশাপাশি সীমান্তে অবৈধ চোরাচালান রোধে বিজিবির নিয়মিত টহল পরিচালনা করা হচ্ছে। এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে তিনি জানান।

Loading