কপিলমুনিতে ২১ আগস্ট গ্রেনেড হামলা দিবস উপলক্ষে আলোচনা সভা

মিলন দাশ মিলন দাশ

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

প্রকাশিত: ১২:৫৫ অপরাহ্ণ , আগস্ট ২৩, ২০২৩

খুলনা-৬ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু বলেছেন, আওয়ামীলীগ ও শেখ হাসিনাকে নিশ্চিহ্ন করার জন্যই ২০০৪ সালের ২১ শে আগস্টে বঙ্গবন্ধু এভিনিউতে শান্তি সমাবেশে বিএনপি-জামায়াত পরিকল্পিতভাবে গ্রেনেড হামলা চালিয়েছিল। নেতা কর্মীদের মানব ঢল সেদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রাণে বাঁচায়। ওই গ্রেনেড হামলায় আইভী রহমানসহ ২৪ জন নেতা কর্মী মারা গিয়েছিলেন। তাই এদেশে ওই খুনিদের আর রাজত্ব করতে দেওয়া হবে না। ২১ আগস্ট গ্রেনেড হামলা দিবস উপলক্ষে কপিলমুনি ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উক্ত কথাগুলো বলেন। সোমবার বিকেলে কপিলমুনি ইউনিয়ন আ’লীগের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কপিলমুনি ইউনিয়ন আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি সরদার বজলুর রহমান। বিশেষ অতিথি ছিলেন পাইকগাছা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, আওয়ামী লীগ নেতা মোঃ আফসার আলী, উপজেলা আ’লীগের সহ-সভাপতি সমীরণ সাধু, উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস, উপজেলা ভাইস চেয়ারম্যান শিহাবুদ্দীন ফিরোজ বুলু, ইউপি চেয়ারম্যান মোঃ কওছার আলী জোয়ার্দার, উপজেলা কৃষক লীগের সদস্য সচিব সহকারী অধ্যাপক মোঃ ময়নুল ইসলাম, লতা ইউপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান পুলকেশ মন্ডল, কপিলমুনি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রাজু। সভা সঞ্চালনা করেন ইউনিয়ন আ’লীগের সাঃ সম্পাদক শেখ ইকবাল হোসেন খোকন। এসময় উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Loading