সিসি ক্যামেরার আওতায় চট্টগ্রামের চান্দগাঁও

প্রকাশিত: ৫:১৫ অপরাহ্ণ , জুলাই ১৮, ২০২০

চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও আবাসিক এলাকার বি ব্লকে প্রায় ত্রিশ হাজার বাসিন্দার নিরাপত্তা নিশ্চিত করতে পুরো এলাকাকে সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে। এখন থেকে এলাকায় অপরাধীদের গতিবিধি পর্যবেক্ষণ আরো সহজ হবে এবং আইন-শৃঙ্খলা বাহিনী তড়িৎ ব্যবস্থা নিতে পারবে। চান্দগাঁও আবাসিক এলাকা কল্যাণ সমিতির সভাপতি হাসান মাহমুদের উদ্যোগে এই কার্যক্রম বাস্তবায়িত হয়েছে।

এই বিষয়ে সমিতির সাংগঠনিক সম্পাদক তৌফিক হোসেন বলেন, চান্দগাঁও আবাসিক এলাকার ১৫টি সড়ক এবং ১৮টি সংযোগ সড়কের ২৭টি পয়েন্টে অত্যাধুনিক উচ্চক্ষমতা সম্পন্ন ৬৪টি নাইট ভিশন সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে রাখতে এসব ক্যামেরা ইতিবাচক ভূমিকা পালন করবে। অপরাধীদের পুলিশ দ্রুত সময়ে শণাক্ত করতে পারবে।

Loading