চিরিরবন্দরে মাইক্রোবাস ও মোটরসাইকেল সংঘর্ষে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু

প্রকাশিত: ১০:৫০ অপরাহ্ণ , জুলাই ৫, ২০২৩

দিনাজপুর- রংপুর মহাসড়কের চিরিরবন্দরে মাইক্রোবাস ও মোটরসাইকেল সংঘর্ষে মিনারুল ইসলাম (১৫) ও সাকিব হোসেন (১৮) এর দুই চাচাতো ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বুধবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার দিনাজপুর- রংপুর হাইওয়ের ভুষিরবন্দর বাজার এলাকায় আত্রাই নদীর ব্রীজের সামনে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, চিরিরবন্দরের তেঁতুলিয়া থেকে বিয়ের দাওয়াত খেয়ে দুই ভাই মোটরসাইকেল যোগে তাদের নিজ বাড়ি বীরগাঁও যাওয়ার পথে আত্রাই নদীর ব্রীজের সামনে এসে পৌচ্ছালে বিপরীত দিক থেকে আসা সৈয়দপুরগামী একটি দ্রুতগামী মাইক্রোবাসের সাথে মুখোমুখি সংর্ঘষ হলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। এ সময় ঘাতক মাইক্রোবাসটি পালিয়ে যায়।

নিহত মিনারুল ইসলাম সদর উপজেলার সুন্দরবন ইউনিয়নের বীরগাঁও গ্রামের দাইবুল্লা শাহ্ পাড়ার আনিসুর রহমানের পূত্র ও অপর একজন সাকিব হোসেন তার আপন চাচাতো ভাই পল্লী চিকিৎসক মোকসেদুল ইসলামের পূত্র বলে জানাগেছে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন দশমাইল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: সিদ্দিকুর রহমান।

 

Loading