পাইকগাছায় অনলাইন জুয়াড়ীদের পাঁচ এজেন্ট পুলিশের হাতে আটক

মিলন দাশ মিলন দাশ

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

প্রকাশিত: ৬:২৭ অপরাহ্ণ , জুন ২২, ২০২৩

পাইকগাছা উপজেলার কপিলমুনিতে অন-লাইন জুয়াড়ীদের পাঁচ এজেন্টকে আটক করেছে পুলিশ। ২০ জুন রাতে কপিলমুনি ও এর পার্শবর্তী অঞ্চলে পাইকগাছা থানা ও কপিলমুনি পুলিশ ফাঁড়ির যৌথ অভিযানে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হল উপজেলার হরিদাশ কাটি গ্রামের মৃত হোসেন মোড়লের ছেলে সিদ্দিক মোড়ল (৪৩),  প্রতাপকাটি গ্রামের মৃত শেখ রুহুল কুদ্দুস (রাজ)  এর ছেলে শেখ জাহিদুল ইসলাম ওরফে জয় (২৪) নাছিরপুর গ্রামের শহিদুল সরদারের ছেলে স্বাধীন সরদার (২০) প্রতাপকাটি গ্রামের লোকমান হেকিমের ছেলে এস এম রাফসান ওরফে  জনি (২০) ও একই গ্রামের সবুর সরদারের ছেলে পারভেজ সরদার (২২)। এ সময় পুলিশ শেখ জাহিদুল ইসলাম জয়ের নিকট থেকে ৭ টি ও বাকি ৪ জনের কাছ থেকে ৮ টি সহ মোট ১৫ টি স্মার্ট ফোন জব্দ করে। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ব্যাংক,বীমা বা মোবাইলের মত আর্থিক সেবা প্রদানকারী প্রতিষ্ঠান হতে ইলেক্ট্রনিক মাধ্যম ব্যবহার করে ই-ট্রানজিকশনের মাধ্যমে বিভিন্ন হিসাব নম্বরে অর্থ জমা প্রদান ও অর্থ হস্তান্তর করার অপরাধে এদেরকে আটক পূর্বক ডিজিটাল নিরাপত্তা আইন -২০১৮ এর আওতায় বিরুদ্ধে পাইকগাছা থানায় মামলা করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। মামলা নং-২৮, তাং-২০-০৬-২৩। পুলিশ আরও জানায়, এ সব এজেন্টরা ই-ট্রানজিকশনের মাধ্যমে অনলাইন জোয়াড়ীদের অর্থ সরবরাহ করে।

Loading