কাটিপাড়ায় রথযাত্রা অনুষ্ঠানে সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবু আওয়ামীলীগ সরকার সাস্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সক্ষম

মিলন দাশ মিলন দাশ

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

প্রকাশিত: ১:৪৭ অপরাহ্ণ , জুন ২২, ২০২৩

খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের সংসদ সদস্য মোঃ আক্তারুজ্জামান বাবু বলেছেন, বর্তমান সরকারের আমলে সকলেই যার যার ধর্ম শান্তিপূর্ণ ভাবে পালন করতে পারছেন। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার ক্ষমতায় আছে বলেই সকল ধর্মের মানুষ একসাথে মিলেমিশে বসবাস করছি। ধর্মের নাম করে অন্য ধর্ম ও বর্ণের উপর হামলাকারীদের আওয়ামী লীগ বরদাস্ত করে না। আওয়ামীলীগ ক্ষমতায় আছে বলেই দেশে সাস্প্রদায়িক সম্প্রীতি বজায় রয়েছে। ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা সকলে মিলেমিশে শান্তিতে বসবাস করতে পারছি। দেশের প্রত্যন্ত গ্রাম অঞ্চলেও উন্নয়নের ছোয়া লেগেছে। উন্নয়নের এই অগ্রযাত্রার ধারাবাহিকতা ধরে রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলমত নির্বিশেষে নৌকায় ভোট দিয়ে আবারও শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে।

মঙ্গলবার বিকালে পাইকগাছার রাড়ুলী ইউনিয়নের পালপাড়া ও কাটিপাড়া এলাকায় রথযাত্রা উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। এ সময় তিনি বর্তমান সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সমীরণ সাধু, উপজেলা ভাইস চেয়ারম্যান শিহাবুদ্দীন ফিরোজ বুলু, ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ আবুল কালাম আজাদ, ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম কেরু, ইউপি চেয়ারম্যান শাহাজাদা মোঃ আবু ইলিয়াস, কপিলমুনি সহচরী বিদ্যা মন্দির স্কুল এন্ড কলেজের সাবেক প্রধান শিক্ষক হরেকৃষ্ণ দাশ, সাবেক প্রধান শিক্ষক মোহনলাল দত্ত, শংকর দেবনাথ, বিমল পাল, যুবলীগ নেতা আব্দুর রাজ্জাক রাজু, সাংবাদিক পলাশ কর্মকার, সাংবাদিক মিলন দাশ, পরিমল দাশ, আনিচ গাজী, আকরামুল ইসলাম, গৌতম রায়, আনারুল ইসলাম, আমান, তাপস ঘোষ, শেখ জুলি, বাপ্পি, সাইফুল, রমজান আলী, ছাত্রলীগ নেতা রায়হান পারভেজ রনি, রাশেদুজ্জামান রাসেল, শাহিন শাহ বাদশাহ, ওহিদুজ্জামান, রসুল গাজী, মোহাম্মদ আবুল হোসেন, বিশ্বজিৎ, মনি শংকর হরি, সুজিত দাস, আনন্দ দাস, উজ্জ্বল বিশ্বাস, মনি দেবনাথ, বাপি দাস, পরিমল দাস, ডাঃ পঞ্চানন চক্রবর্তী, পূর্ণচরণ দত্ত, শম্ভু মন্ডল, রাজু দাস, আনন্দ দত্ত, আশীষ দত্ত, বিবেক দেবনাথ, বিধান মন্ডল, বিশ্বজিৎ দেবনাথ, বিশ্ব দাস, বিকাশ সরকার, বাবু লাল রায়, উজ্জ্বল দাস, অমিত দাস, বঙ্কিম দত্ত, হারাধন নন্দী, উত্তম কর, ডাঃ প্রভাত দাস, জয়ন্ত দাস, অমিয় দাস, দীপক দত্ত, প্রদীপ পাল, কাত্তিক দাস, গৌতম দত্ত, সুমন মন্ডল, বিশ্ব সরকার, সত্য মহালদার, কর্ণহরি, লক্ষীপদ দাস, লক্ষ্মীপদ দাস, প্রণব মন্ডল, দীপক সেনগুপ্ত, সঞ্জয় দেবনাথ, দুলাল হরি, অরূপ হরি, অজয় দত্ত, স্বপন দত্ত, শিক্ষক উত্তম দাস , দীপঙ্কর বিশ্বাস প্রমূখ।

Loading