ক্ষতিকর ত্বক ফর্সাকারী ক্রিমের বিক্রয়, বিতরণ রোধে মোবাইল কোর্ট

প্রকাশিত: ৭:৪৬ অপরাহ্ণ , জুন ১২, ২০২৩

ফেনী প্রতিনিধি

ফেনী জেলা প্রশাসন এবং কুমিল্লা জেলা বিএসটিআই এর সমন্বয়ে নিষিদ্ধ ও ক্ষতিকর ত্বক ফর্সাকারী ক্রিমের বিক্রয়, বিতরণ রোধে একটি মোবাইল কোর্ট পরিচালনা করা হয় সোমবার। ফেনী সদর উপজেলার খাজা আহাম্মদ সড়ক এলাকায় অবস্থিত কসমেটিকস এর দোকানসমূহের মধ্যে পরিচালিত এই মোবাইল কোর্টে ঝুমুর শপিং স্পট ও নাছির স্টোরকে নিষিদ্ধ ও ক্ষতিকর ত্বক ফর্সাকারী ক্রিম বিক্রয় করায় ২৫,০০০/- হাজার টাকা করে মোট ৫০,০০০/- হাজার টাকা জরিমানা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে নিষিদ্ধ ক্রিমগুলো জব্দ করা হয় এবং নিষিদ্ধ ঘোষিত ক্রিমগুলোর তালিকা দোকান সমূহে বিতরণ করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন
নির্বাহী ম্যাজিস্ট্রেট সুবল চাকমা এবং মুক্তা গোস্বামী এর নেতৃত্বে । প্রসিকিউটর হিসেবে ছিলেন ফিল্ড অফিসার (সিএম), বিএসটিআই, কুমিল্লার কাজী মো: শাহান।

উল্লেখ্য, অতিরিক্তমাত্রায় মার্কারি ও হাইড্রোকুইনন যুক্ত এসব ক্রিম ত্বকের জন্য মারাত্মক ক্ষতিকর। ম্যাজিস্ট্রেট জানান জনস্বার্থে নিষিদ্ধ ক্রিম এর বিরুদ্ধে এ ধরণের অভিযান চলমান থাকবে।

Loading