সার্জেন্ট পদে সুপারিশপ্রাপ্ত হলেন কুবির ৮ শিক্ষার্থী

প্রকাশিত: ১০:০৬ অপরাহ্ণ , জুন ১০, ২০২৩

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) থেকে বাংলাদেশ পুলিশ অব সার্জেন্ট পদে সুপারিশ প্রাপ্ত হয়েছেন ৮ জন শিক্ষার্থী। বৃহস্পতিবার (০৮ জুন) বাংলাদেশ পুলিশ বাহিনীর অ্যাসিস্ট্যান্ট জেনারেল ইন্সপেক্টর মোহাম্মদ আমজাদ হোসাইন (এআইজি) স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে তাদের সার্জেন্ট পদে সুপারিশ করা হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ‘২০২২ সালের সার্জেন্ট অব পুলিশ পদে নিয়োগের লক্ষ্যে অনুষ্ঠিত লিখিত ও মনস্তত্ত্ব পরীক্ষা এবং বুদ্ধিমত্তা ও মৌখিক পরীক্ষার ভিত্তিতে তাদের সার্জেন্ট পদে সুপারিশ করা হয়।’

সুপারিশ প্রাপ্ত শিক্ষার্থীরা হলেন লোক প্রশাসন বিভাগের সপ্তম ব্যাচের শিক্ষার্থী কামরুল হাসান, একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস্ বিভাগের নবম ব্যাচের শিক্ষার্থী ইমরান মাহমুদ জীবন, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের নবম ব্যাচের শিক্ষার্থী মেহেদী হরিৎ ও একই বিভাগের অষ্টম ব্যাচের শিক্ষার্থী নাজমুল হাসান অভি, নৃবিজ্ঞান বিভাগের নবম ব্যাচের শিক্ষার্থী সাব্বির আহম্মেদ চৌধুরী, অর্থনীতি দশম ব্যাচের শিক্ষার্থী আলাউদ্দিন এবং মার্কেটিং বিভাগের দশম ব্যাচের শিক্ষার্থী নাজমুল লিংকন চৌধুরী ও ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি (আইসিটি) বিভাগের এগারো ব্যাচের শিক্ষার্থী মো. ইমতিয়াজ শাহরিয়া ভূঁইয়া।

সদ্য সুপারিশপ্রাপ্ত সার্জেন্ট নাজমুল হাসান অভি বলেন, ‘বাংলাদেশের প্রতিরক্ষা বাহিনী গুলোর প্রতি আমার খুব আকর্ষণ ছিলো। বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় ২০১৫ সালে আমি বাংলাদেশ সেনাবাহিনীর ৭৬ তম দীর্ঘমেয়াদি বিএমএ আইএসসবির মেডিকেল পরীক্ষায় বাদ পড়ি। বাংলাদেশ পুলিশ সাব-ইন্সপেক্টর(এসআই) ব্যাচ ৩৯ নিয়োগ পরীক্ষায় আমি ভাইবা থেকে বাদ পড়ি। তারপরও আমি হতাশ হই নি। আমারা আত্নীয়স্বজন ছিলো আমার প্রেরণার উৎস। এখন চলমান সাব ইন্সপেক্টর (এসআই) ব্যাচ ৪০ এ আমি প্রাথমিকভাবে উত্তীর্ণ হয়েছি এবং সেই সাথে আমি সার্জেন্ট পদেও সুপারিশ প্রাপ্ত হয়েছি।’

আরেক সদ্য সুপারিশপ্রাপ্ত সার্জেন্ট আলাউদ্দীন বলেন, ‘এতদিনের লালিত স্বপ্ন পূরণের লক্ষ্যে বাংলাদেশের একজন সুনাগরিক হিসেবে সততা ও নিষ্ঠার সঙ্গে আমার ওপর অর্পিত দায়িত্ব সুষ্ঠুভাবে পালনের মাধ্যমে দেশ ও জনগণের সেবা করতে চাই।’

শিক্ষার্থীদের সাফল্য নিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সহ বিভিন্ন বিভাগের শিক্ষকরা উচ্ছ্বাস প্রকাশ করেছেন।

উল্লেখ্য, পরবর্তীতে মেডিকেল পরীক্ষায় উত্তীর্ণ হলে সার্জেন্টদের চূড়ান্তভাবে সুপারিশ করা হবে। বাংলাদেশ পুলিশ বাহিনীতে সার্জেন্ট পদে জনবল নিয়োগে লিখিত ও মনস্তত্ত্ব পরীক্ষা এবং বুদ্ধিমত্তা ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন মোট ৭৭৮ জন।

Loading