প্রধানমন্ত্রী স্বর্ণপদকের জন্য মনোনীত কুবির পাঁচ শিক্ষার্থী

প্রকাশিত: ৮:৩৬ অপরাহ্ণ , মে ১, ২০২৩

সমগ্র বাংলাদেশ থেকে প্রধানমন্ত্রী স্বর্ণপদক ২০১৯ এর জন্য প্রাথমিকভাবে একশ আটাত্তর জনকে মনোনীত করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। এর মধ্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পাঁচজন শিক্ষার্থী রয়েছেন।

সোমবার (১ মে) বিষয়টা নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার(ভারপ্রাপ্ত)  আমিরুল হক চৌধুরী।

প্রধানমন্ত্রী স্বর্ণপদক ২০১৯ এর জন্য মনোনীতরা হলেন বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী সনিয়া আক্তার, ইংরেজি বিভাগের নূর ই জাহান তাহিন, প্রত্নতত্ত্ব বিভাগের তাসলিমা আক্তার, আইসিটি বিভাগের তাসপিয়া সালাম, ফিনান্স এন্ড ব্যাংকিং বিভাগের
রিপা আক্তার।

এই ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন বলেন, এটা আমাদের জন্য আনন্দের সংবাদ। যারা প্রধানমন্ত্রী স্বর্ণপদকের জন্য মনোনীত তাদেরকে অভিনন্দন। আমরা যে এগিয়ে যাচ্ছি এটা তারই চিহ্ন। সামনে এই সংখ্যা আরো বৃদ্ধি পাবে বলে আমি আশাবাদী।

Loading