“সাবধানে বাড়ি ফেরা” – শিমুল কান্তি দে

প্রকাশিত: ১০:২৪ পূর্বাহ্ণ , এপ্রিল ২১, ২০২৩

ইদের ছুটি বেজায় খুশি ফিরবে খোকা বাড়ি
ছোট্ট বোনটি বায়না ধরেছে পরবে এবার শাড়ি।
মায়ের পথ্য, বাবার জায়নামাজ কিনেছে কত শত
সবাই এবার হবে খুশি ইদ উপহার পাবে সবার মত।
নিজের জন্য কিনেনি কিছু সব কিনেছে সবার জন্য,
নতুন বউকে দিবে অনেক কিনেছে অনেক পণ্য।
কাজ শেষে বাড়ি ফেরা এ এক নতুন সুখ
রাস্তা ঘাটে অনেক জ্যাম লাগে বড় দুঃখ।
ছুটছে গাড়ি, ছুটছে মানুষ, ব্যস্ত সবাই কত
সবাই এত নয় রে ব্যস্ত ঐ গাড়ি চালকের মত।
তাদের তাড়া, নিবে ভাড়া, তুলবে মানুষ বেশি
কোন গাড়িকে কাটাতে পারলে হয় বেশি খুশি।
যাত্রীরা সব খাঁচার পাখি তাদের হাতে বন্ধি
তাদের জানের নেই পরোয়া মারার শত ফন্দি।
পারলে এবার দেখে চালাও ওহে গাড়ি ওয়ালা ভাই
জানের চেয়ে এ পৃথিবীতে আর দামী কিছু নাই।
🧿 সবাইকে ইদের শুভেচ্ছা 🧿

Loading