বারটি বইয়ের মোড়ক উন্মোচন করলেন হেদায়েত উল্লাহ তুর্কী

প্রকাশিত: ১২:৫৭ পূর্বাহ্ণ , এপ্রিল ২১, ২০২৩

এবার একুশের গ্রন্থ মেলা উপলক্ষে প্রকাশিত বারটি বইয়ের মোড়ক উন্মোচন করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মো: হেদায়েত উল্লাহ তুর্কী। তিনি একাধারে একজন কলামিস্ট, নাট্যকার, নাট্যনির্মাতা ও নাট্যপরিচালক ও জাতীয় পর্যায়ের ক্রীড়া সংগঠক।

তিনি মোড়ক উন্মোচন করেছেন রেহানা পারভীন এর উপন্যাস বারান্দানামা, রেহানা উর্মির দুটি উপন্যাস চিঠি ও তিয়াষীত হদয়, জেবুন্নেছার দুটি উপন্যাস তুমি রবে নীরবে ও বিমূর্ত দহন, ইসরাত জাহান তনুকার কবিতার বই বৃষ্টিস্নাত তুমি, ফাদার সাগর কোড়াইয়া এর সমাজ জীবন ভাবনা, মোহাম্মদ নেছারের কবিতার বই পরান, খালেছা খানমের কবিতার বই বিরহ বিস্বাদ এবং দূর্জয় পালের কবিতা ও উপন্যাসের বই ভালোবাসার রংধনু, রীতা আক্তারের কবিতার বই নিমগ্ন ভেজা চোখ এবং নজরুল বাঙালীর স্মৃতিতে অম্লান শেখ রাসেল।

মোঃ হেদায়েত উল্লাহ তুর্কী বইগুলোর মোড়ক উন্মোচন করেছেন জাতীয় গ্রন্থমেলা, ঢাকা এবং গ্রন্থমেলা, চট্টগ্রামে।

মোড়ক উন্মোচন শেষে মোঃ হেদায়েত উল্লাহ তুর্কী জানান এর মধ্যে থেকে রেহেনা পারভীন এর উপন্যাস বারান্দানামা ধারাবাহিক নাটক হিসেবে এবং রেহেনা উর্মির চিঠি উপন্যাস টেলিফিল্ম আকারে রুপদান করে টেলিভিশনে প্রচার করা হবে। তিনি সকলকে বই কেনার এবং পড়ার আহবান জানান।

Loading