বরিশালে সাংবাদিকদের সাথে বাংলাদেশ সাংবাদিক জোট নেতাদের মতবিনিময়

প্রকাশিত: ১১:১২ অপরাহ্ণ , জুলাই ১৫, ২০২০

বরিশাল প্রতিনিধি:
বরিশালে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছে বাংলাদেশ সাংবাদিক জোটের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।বুধবার দৈনিক সুন্দরবন পত্রিকার হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

দৈনিক সুন্দরবন পত্রিকার প্রকাশক ও সম্পাদক মুজিব ফয়সলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সাংবাদিক জোটের কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ মশিউর রহমান।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও শিক্ষা টিভির প্রধান নির্বাহী কর্মকর্তা জাহিদুল ইসলাম মামুন, মোহনা টিভির বরিশাল বিভাগীয় ব্যুরো প্রধান ও দৈনিক সকালের বার্তার প্রকাশক সম্পাদক শেখ শামীম।

অনুষ্ঠানে বাংলাদেশ সাংবাদিক জোটের সভাপতি মশিউর রহমান আগামী এক বছরের কর্মপরিকল্পনা তুলে ধরে বলেন- ঐক্য না থাকার কারণে সাংবাদিকরা সমাজের ইতিবাচক দিকগুলো তুলে ধরতে পারছেনা। তিনি সকল সাংবাদিকদের ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশ সাংবাদিক জোটের সাথে কাজ করার আহব্বান জানান।

উল্লেখ্য বাংলাদেশ সাংবাদিক জোট (জার্নালিস্ট এলায়েন্স ফাউন্ডেশন অব বাংলাদেশ) সাংবাদিকদের পেশাগত দক্ষতা উন্নয়ন, আর্থিক প্রণোদনা, সমাজ উন্নয়নে অবদান রাখার জন্য বাৎসরিক পুরস্কার প্রদানসহ সাংবাদিকদের কল্যাণে সারাদেশব্যপী কাজ করে যাচ্ছে।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- চ্যানেল এস প্রতিনিধি তরিকুল ইসলাম, জেটিভির আজিজুল ইসলাম, সিবিসি বাংলার প্রতিনিধি অলিউল্যাহ, দৈনিক ভোরের অঙ্গীকার প্রতিনিধি ইমরান হোসেন, বরিশাল প্রতিনিধি এম বশির, দৈনিক সংবাদ আজকাল এর বার্তা সম্পাদক গিয়াসউদ্দিন, আজকের সুন্দরবন প্রতিনিধি নুরুল ইসলাম, সংবাদ সমকাল রিপোর্টার নিজাম হোসেন শিকদারবরিশাল বার্তার যুগ্ম বার্তা সম্পাদক শাহাদাত হোসেন, বাংলার মুখ২৪ ডটকমের যুগ্ম সম্পাদক তানজিম হোসাইন রাকিব, সকালের বার্তা প্রতিনিধি মঈন উদ্দীন ভোরের অঙ্গীকারের বার্তা সম্পাদক মশিউর রহমান মন্টু দৈনিক বজ্রশক্তি জেলা প্রতিনিধি নূর মোহাম্মদ আরিফ প্রমুখ।

Loading