গ্রাহক মৃত্যুর পর ৬ লক্ষ টাকা ঋণ মওকুফ করলেন আশা সৈয়দপুর (এমএসএমই)

প্রকাশিত: ১২:৪৩ অপরাহ্ণ , এপ্রিল ১২, ২০২৩

দিনাজপুরের চিরিরবন্দরে বীমা দাবীর আওতায় নশরতপুর ইউনিয়নের দিঘলনালী গ্রামে ছেলের মৃত্যুর পর মা ফেন্সি বেগমের হাতে ৬ লক্ষ ১৫ হাজার ৪১৭ টাকা ঋন মওকুফ করলেন আশা-সৈয়দপুর এমএসএমই ব্রাঞ্চ।

গত ১৫ ফেব্রুয়ারী ২০২৩শে নশরতপুর ইউনিয়নের দিঘলনালী গ্রামের বাসিন্দা সোহানুর রহমান (২২) আশা-সৈয়দপুর এমএসএমই ব্রাঞ্চ থেকে ৬ লক্ষ ৭২ হাজার ৪১৭ টাকা ঋন গ্রহন করেন। ঋন গ্রহনের এক কিস্তি পরেই তিনি সড়ক দূঘর্টনায় মৃত্যুবরণ করেন।

জানাগেছে বেসরকারী এনজিও সংস্থা আশা ঋন নিরাপত্তা ও ঝুঁকি তহবিল থেকে সদস্যর মৃত্যুর পর ঋন মওকুফ কার্যক্রম দীর্ঘদিন থেকে পরিচালনা করে আসতেছিল।

এরি ধারাবাহিকতায় বুধবার সকাল ১১ টায় সোহানুর রহমানের মায়ের হাতে জমানো সঞ্চয় ও দাফন কাফনের জন্য ৫ হাজার টাকাসহ মোট ৬৯ হাজার ৫ শত ৬৪ টাকার চেক তুলে দেন সৈয়দপুর (এমএসএমই) ব্রাঞ্চের শাখা ব্যবস্থাপক মোঃ আহাদুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ লায়লা বানু, নশরতপুর ইউপি চেয়ারম্যান আব্দুল ওহাব মাষ্টার। এছাড়া অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অত্র অফিসের সিনিয়র অফিসার এ.এস.এম ফারুক।

Loading