পথে দোকান বসিয়ে ঘুরে দাঁড়ানো চেষ্টা

প্রকাশিত: ১১:১৪ অপরাহ্ণ , এপ্রিল ১০, ২০২৩

বঙ্গবাজারের ব্যবসায়ীরা বুধবার থেকে ক্ষুদ্র পরিসরে ব্যবসা করার সুযোগ পাবেন। বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন জানান, ক্ষতিগ্রস্তদের অনুদানের টাকা সরকারের সিদ্বান্ত অনুযায়ী তাদের হাতে তুলে দেয়া হবে। এদিকে, দ্রুত ধ্বংসস্তূপ সরাতে সিটি কর্পোরেশনের কাজ চলমান রয়েছে।

একে একে সাত দিন, বঙ্গবাজারে স্বপ্নপোড়া মানুষের আহাজারি ভেসেই বেড়াচ্ছে। পুড়ে ছাই বঙ্গবাজারের ধ্বংসস্তূপ পরিষ্কার করে যাচ্ছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। ব্যবসায়ীরা দ্রুত যাতে বসতে পারেন, সে লক্ষ্যেই চলছে কাজ।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা বলছেন, ঈদ সামনে রেখে ঋণ নিয়ে এখন দিশেহারা তারা।

ব্যবসায়ীরা জানান, বিভিন্ন অংকে ঋণ নিয়েছিলাম, সেই টাকা দেওয়ার মতো কিছুই নেই। এখন আমরা নিঃস্ব, আছে ধূলাবালু। কি দিয়ে ঋণ শোধ করবো।

পথে দোকান বসিয়ে ঘুরে দাঁড়ানো চেষ্টা করছেন কেউ কেউ; তবে ব্যবসা ভাল নয় বলে জানালেন তারা।

তারা জানান, অন্য জায়গা থেকে মালামাল এনে এখানে বসেছি। অবস্থা ভালো নয়, তেমন কিছুই বিক্রি হচ্ছে না।

ক্ষতিগ্রস্তদের সহায়তায় সোমবারও অনুদান আর সহায়তা নিয়ে আসেন অনেকে। ব্যাংক একাউন্টের মাধ্যমে সহায়তার এ অর্থ দেয়ার আহবান জানানো হয়েছে।

বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি মো. হেলাল উদ্দিন বলেন, “আজকে তিনটার মধ্যে অবশিষ্ট তালিকা জমা হয়ে যাবে। সাড়ে ৩ ফুট বাই ৫ ফুট চৌকি সবাইকে বানাতে বলে দিয়েছি। কালকে থেকে চৌকি নিয়ে আসবে, আমরা বুধবার সকালে মেয়র মহোদয় সেটা উদ্বোধন করবেন।”

রোববার পর্যন্ত ২ কোটি টাকা অনুদান হিসেবে ব্যাংকে জমা হয়েছে বলে জানিয়েছে দোকান মালিক সমিতি।

Loading