পটিয়ায় মেহেরআটি হজরত নুরুদ্দিন শাহ মাদরাসার দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন

এস.এম.এ জুয়েল এস.এম.এ জুয়েল

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ৬:৫৮ অপরাহ্ণ , মার্চ ২১, ২০২৩

পটিয়ায় হজরত নুরুদ্দিন শাহ দাখিল মাদরাসার দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও মাদরাসা সভাপতি আলহাজ্ব জামাল ছাত্তার মিয়া আন্তর্জাতিক মহাত্মা গান্ধী সম্মাননা পদক লাভ করায় সংবর্ধনা এবং দোয়া মাহফিল সম্পন্ন হয়েছে । এতে সভাপতিত্ব করেন মাদরাসা সুপার মাওলানা আতিকুল্লাহ, প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট শিল্পপতি সমাজ সেবক ও শিক্ষানুরাগী আলহাজ্ব জামাল ছাত্তার মিয়া। সিনিয়র শিক্ষক মোহাম্মদ মুজিবুল হকের সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রতিষ্টাতা সদস্য মাহমুদুল হক শিক্ষা অফিসের একাডেমিক সুপার ভাইজার বাবুল কান্তি দে, দাতা সদস্য মেম্বার নুরুল ইসলাম চৌধুরী জামাল উদ্দিন, আসগর আলী, শফিউল আজম মন্জু, মাহবুব চৌধুরী, আবদুল মান্নান রানা, নুর মোহাম্মদ, আকতার হোসেন, মুজিবুল হক মৌ নুরুল আলম, আহমদ নুর, আবু তাহের, জাহাংগীর আলম, হুমায়ুন কবীর, আবুল কাসেম, হাফেজ গিয়াস উদ্দিন, জামাল উদ্দিন, মুক্তিযোদ্ধা হাজী বদরুল হক আবদুস সবুর প্রমুখ । এতে মাদরাসা সভাপতি আলহাজ্ব জামাল ছাত্তার মিয়া সমাজ সেবায় অসামান্য অবদানের স্বীকৃতি স্বরুপ আন্তর্জাতিক মহাত্মা গান্ধী সম্মাননা লাভ করায় তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়। এ সময় তিনি বলেন ধর্মীয় ও নৈতিক শিক্ষা সুনাগরিক তৈরী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই গতানুগতিক শিক্ষা নয়, আমাদের শিশুদের কে প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষা ও আধুনিক যুগোপযোগী শিক্ষায় শিক্ষিত করতে হবে।তিনি এ মাদরাসার ভবন নির্মাণ করায় সরকারের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে বলেন হুইপের সহযোগিতায় এটা গড়া সম্ভব হয়েছে। তিনি আগামীতে কম্পিউটার ল্যাবসহ শিক্ষার জন্য প্রয়োজনীয় সব সরঞ্জামের ব্যবস্থা করার ঘোষনা দিয়ে মাদরাসার উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন।

Loading