পটিয়ায় কিশোর গ্যাং এর চুরিকাঘাতে ইজারাদার নিহিত

এস.এম.এ জুয়েল এস.এম.এ জুয়েল

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ৭:২৩ অপরাহ্ণ , ফেব্রুয়ারি ৩, ২০২৩

পটিয়ায় বেপরোয়া কিশোর গ্যাং পিছনে আছে বড় ভাই নামের গডফাদার। ছোট খাটো বিষয়ে ক্ষমতা দেখাতে গিয়ে করে বড় অপরাধ। 
চট্টগ্রামের পটিয়া ডাক বাংলোমোড়ে
বাকবিতন্ডায় জড়িয়ে সিএনজি অটোরিকশা পার্কিংয়ের ইজারাদার আবদুল মান্নান ( ৫২) এর সঙ্গে সিএনজি অটোরিকশা চালক ওমর আলীর (৪৬) সাথে পটিয়া পৌরসভার পার্কিং চার্জের টাকা নিয়ে কথা-কাটাকাটি হয়।কথা-কাটাকাটি জের ধরে এ সময় সিএনজি অটোরিকশা চালক ওমর আলীর ছেলে কিশোর গ্যাং লিডার সোহেল তার দলবল নিয়ে ঘটনাস্থলে এসে আবদুল মান্নানের উপর ক্ষিপ্ত হয়ে মারধর সহ এলোপাতাড়ি ছুরিকাঘাত করে গত সোমবার (৩০ জানুয়ারি) দুপুর ১টার সময়। আহত অবস্থায় আবদুল মান্নানকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। গত বৃহস্পতিবার চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে অপারেশন করা হয়। অপারেশনের পর হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (৩ ফেব্রুয়ারী) সকাল ১০ টায় তিনি মৃত্যুবরণ করেন।
নিহত আবদুল মান্নান পটিয়া পৌর এলাকার ৫ নম্বর ওয়ার্ডের হাবিবুর পাড়ার মৃত চান মিয়ার ছেলে। তার ২ মেয়ে ও ১ ছেলে রয়েছে।
চুরিকাঘাত করার সময় ধরতে গিয়ে একই ঘটনায় আহত হন কচুয়াই ইউনিয়নের শেখ মোহাম্মদ পাড়ার বদিউল আলম (৪২)।

অতিরিক্ত পুলিশ সুপার পটিয়া সার্কেল মোঃ তারিক রহমান  বলেন সিএনজি অটোরিকশা চালক ওমর আলী ও তার ছেলে সোহেল সহ তিনজনের নাম উল্লেখ করে, ৭/৮ জন অজ্ঞাত দিয়ে (১ ফেব্রুয়ারি) একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করা হয়। এ মামলায় ১ নং আসামি ওমর আলী কে গ্রেপ্তার করেছে পটিয়া থানা পুলিশ।

পারিবার সূএে জানা য়ায় নিহত আবদুল মান্নানের লাশ চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গ থেকে ময়নাতদন্তের পর
জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

Loading