ফেনী ডায়াবেটিক হাসপাতালে নজির আহম্মদ আইসেলেশন সেন্টার উদ্ভোধন

প্রকাশিত: ৬:১৬ অপরাহ্ণ , জুলাই ১১, ২০২০

ফেনী প্রতিনিধি
ফেনী ডায়াবেটিক হাসপাতালে হাই-ফ্লো সেন্ট্রাল অক্সিজেন সিস্টেম সম্বলিত ২১ বেডের হাজী নজির আহম্মদ করোনা আইসোলেশন সেন্টার উদ্বোধন হয়েছে। আজ শনিবার দুপুরে নৌ পরিবহন সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরী ফিতা কেটে আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
হাজী নজির আহম্মদ গ্রুপের চেয়ারম্যান নুর উদ্দিন ও ব্যবস্থাপনা পরিচালক নুর আজম ছাড়াও এসময় জেলা প্রশাসক মো. ওয়াহিদুজজমান, ডায়াবেটিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি আবদুল মোতালেব, সাধারণ সম্পাদক শুসেন চন্দ্র শীল, ফেনী পৌরসভার প্যানেল মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী, সমিতির সহ-সভাপতি সামিউল হক শাহীন, যুগ্ম-সাধারণ সম্পাদক নজরুল ইসলাম খোন্দকার ও জহির উদ্দিন আকবর শিপন, কোষাধ্যক্ষ আবদুল আউয়াল সবুজ, যুগ্ম-কোষাধ্যক্ষ দেলোয়ার হোসেন ডালিম, সদস্য আবুল কাশেম ও পরিচালক ডা. মোয়াজ্জেম হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

শুসেন চন্দ্র শীল জানান, ডায়াবেটিক হাসপাতালে করোনা রোগীদের চিকিৎসায় ২১ বেডের আইসোলেশন সেন্টার ও কেবিন মঙ্গলবার থেকে চালু হবে। হাই-ফ্লো সেন্ট্রাল অক্সিজেন এর মধ্য দিয়ে করোনা আক্রান্ত মুমূর্ষু রোগীরা উন্নত চিকিৎসার নিশ্চয়তা পাবেন।

Loading