গভীর রাতে চকবাজারে আগুন

প্রকাশিত: ৯:৩৪ পূর্বাহ্ণ , ডিসেম্বর ১৮, ২০২২

গভীর রাতে রাজধানীর পুরান ঢাকার চকবাজার এলাকার ইমামগঞ্জ বাজারের হার্ডওয়্যার মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট প্রায় আড়াই ঘণ্টা তৎপরতা চালানোর পর আগুন নিয়ন্ত্রণে আনে। কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি স্থানীয় বাসিন্দা ও দোকানিদের।

শনিবার (১৮ ডিসেম্বর) দিবাগত রাত ২টায় ইমামগঞ্জ বাজার লেনে আগুন লাগে।

কী কারণে আগুন লাগল এবং আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। তবে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা বলেছেন, তদন্ত সাপেক্ষে এসব তথ্য জানা যাবে।

খবর পেয়ে সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। পরে আরও চারটি ইউনিট যোগ দেয়।

ইমামগঞ্জ বাজার লেনে বিভিন্ন ধরনের বেশ কিছু দোকান রয়েছে। রয়েছে বেশ কয়েকটি আবাসিক ভবনও। বাজারটির এক দিকে ৭-৮টি হার্ডওয়্যারের দোকান ও গোডাউন রয়েছে। শনিবার রাতে এসব দোকান আগুনে পুড়ে গেছে।

এক প্রত্যক্ষদর্শী জানান, হঠাৎ করেই আগুনটা লেগেছে। মুহূর্তের মধ্যেই কয়েকটি দোকানে আগুন ছড়িয়ে পড়ে। কেউ গুরুতর আহত না হলেও অনেক টাকার ক্ষতি হয়েছে।

বাজারের এক দোকানি জানান, ৭-৮টি হার্ডওয়্যারের দোকান ছিল। কোনো কোনো দোকানে কোটি টাকার মতো মালামাল ছিল। সবই পুড়ে গেছে। ৮-১০ কোটি টাকা ক্ষতি হতে পারে। হার্ডওয়্যারের দোকানে সবই ছিল দামি জিনিসপত্র।

Loading