জেলার রামগড়ে ১০ লক্ষাধিক টাকার কাঠ আটক

বাহার উদ্দিন বাহার উদ্দিন

রামগড় প্রতিনিধি

প্রকাশিত: ১০:৫২ অপরাহ্ণ , ডিসেম্বর ৭, ২০২২

খাগড়াছড়ির রামগড়ে ৪৩ বিজিবির সদস্যদের হাতে দশ লক্ষাধিক মূল্যের গোল কাঠসহ একটি চান্দের গাড়ি (জিপ) আটক হয়েছে। বুধবার(৭ ডিসেম্বর) ৪৩ বিজিবিতে কর্মরত নায়েক সুবেদার মোঃ হুমায়ুন কবিরের নেতৃত্বে একটি টহল দল গোলকাঠসহ গাড়িটি আটক করে। বিজিবি জানায়,খাগড়াছড়ি জেলার মাটিরাংগা থানার অন্তর্গত রামগড় ব্যাটালিয়নের অধীনস্থ লক্ষীছড়া বিওপির উত্তর লক্ষীছড়া (জিআর-৮৩০৪৯২১৩ এমএস ৭৯এন/৯) নামক স্থান হতে মালিকবিহীন অবস্থায় কড়াই প্রজাতির কাঠগুলো জব্দ করা হয় ।যার সিজার মূল্য আনুমানিক প্রায় ১০লক্ষ ৫৯ হাজার ৫ শ টাকা।রামগড় ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ হাফিজুর রহমান জানান, আটককৃত কড়াই গোলকাঠ ও চান্দের গাড়ী রামগড় বনবিট অফিসে জমা করা হয়েছে।