সাভারে পুলিশের বিশেষ অভিযানে জামায়াত- শিবিরের ৬৬ নেতাকর্মী গ্রেফতার

প্রকাশিত: ১২:৩১ অপরাহ্ণ , নভেম্বর ২১, ২০২২

সাভারে গোপনে ঢাকা মহানগর উত্তর থানা জামায়াতের রুকন সম্মেলন চলাকালীন পুলিশের বিশেষ অভিযানে ৬৬ জন জামায়াত-শিবির নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার (১৯ নভেম্বর) সকালে ঢাকা মেইলকে বিষয়টি নিশ্চিত করেন সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা।

এর আগে শুক্রবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় সাভারের ভাকুর্তা ইউনিয়নের চাপড়া এলাকার ঢাকা গার্ডেন সিটি ইকরা হাউজিং লিমিটেডের ভেতর নির্জন স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়। তবে তাদের বিস্তারিত পরিচয় পরে জানানো হবে বলে জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা।

ওসি দীপক চন্দ্র সাহা জানান, গ্রেফতাররা ঢাকা মহানগর উত্তরের মোহাম্মদপুর পশ্চিম থানা থেকে এসেছিলেন এবং গোপনে জামায়াতের বার্ষিক রুকন সম্মেলনের আয়োজন করেছিলেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে সাভার মডেল থানার একাধিক টিম সেখানে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে। গ্রেফতাররা নাশকতার পরিকল্পনা করছিলেন। এসময় তাদের কাছ থেকে উল্লেখযোগ্য বেশকিছু আলামত জব্দ করা হয়।

Loading