আমরা লড়ে উঠলে মাঠে থাকতে পারবেন না আনোয়ারা ও কর্ণফুলী উপজেলা আওয়ামীলীগের বর্ধিত সভায় ভূমি মন্ত্রী

প্রকাশিত: ৭:১০ অপরাহ্ণ , নভেম্বর ১৯, ২০২২

ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি বলেছেন, আগামী ৪ ডিসেম্বরের পলোগ্রাউন্ডের সভা হবে দেশের ইতিহাসে ঐতিহাসিক জনসভা, ঐ জনসভা থেকে বিএনপিকে দাঁতভাঙা জবাব দেওয়া হবে, আওয়ামীলীগ জনগণের সংগঠন,  করোনা কালীন সময়ে সারা বিশ্বে অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এ পরিস্থিতিতে আমাদের অর্থনীতিও কিছুটা ভেঙে পড়েছে। তাই দ্রব্য মূল্যের দাম বেড়েছে। এটা আমরা রেশন কার্ড দিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছি। আগামী নির্বাচনে আওয়ামীলীগ সর্বোচ্চ আসন নিয়ে সরকার ঘটন করবে।  তিনি আরো বলেন  আমরা নিরব আছি বলে দূর্ভল মনে করবেন না, আমরা লড়ে উঠলে মাঠে থাকতে পারবেনা,
শনিবার (১৯ নভেম্বর) বিকালে ভূমি মন্ত্রীর বাস ভবনে আগামী ৪ ডিসেম্বর প্রধান মন্ত্রীর জনসভা সফল করতে আনোয়ারা ও কর্ণফুলী উপজেলা আওয়ামীলীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
কর্ণফুলী উপজেলা আওয়ামীলীগের সভাপতি ফারুক চৌধুরীর সভাপতিত্বে ও আনোয়ারা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এমএ মালেকের সঞ্চালনায় এসময় স্বাগত বক্তব্য রাখেন আনোয়ারা উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক এমএ মান্নান চৌধুরী।
উপস্থিত ছিলেন,আনোয়ারা উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হোক চৌধুরী, জেলা পরিষদ সদস্য এসএম আলমগীর চৌধুরী,  কর্ণফুলী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হায়দার আলী রণি, ভূমি মন্ত্রীর একান্ত সহকারী রিদুয়ানুল করিম চৌধুরী সায়েম, উপজেলা শ্রমিক লীগের সভাপতি জসিম উদ্দিন চৌধুরী, যুবলীগের সভাপতি শওকত ওসমান, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আলী আকবর, দক্ষিণ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু তাহোর।
এছাড়া আনোয়ারা ও কর্ণফুলী উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান বৃন্দ, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামীলীগ, যুবলীগ, শ্রমিকলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্র লীগের নেত কর্মীরা উপস্থিত ছিলেন।

Loading