রামগড়ে বিভিন্ন আনুষ্টানিকতার মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

বাহার উদ্দিন বাহার উদ্দিন

রামগড় প্রতিনিধি

প্রকাশিত: ৩:২৭ অপরাহ্ণ , অক্টোবর ১, ২০২২

খাগড়াছড়ির রামগড়ে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মাধ্যমে পালিত হল ৩২তম আন্তর্জাতিক প্রবীণ দিবস।
শনিবার( ১ অক্টোবর) উপজেলা প্রশাসন এবং উপজেলা ও শহর সমাজ সেবা বিভাগের আয়োজনে পরিষদ চত্বর হতে শোভাযাত্রা বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।পরে উপজেলা সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা খোন্দকার মো .ইখতিয়ার উদ্দীন আরাফাতের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কারবারি।শহর সমাজ সেবা কর্মকর্তা মুহাম্মদ আনোয়ার হোসেনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন ,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম, রামগড় পৌরসভার ৭ নং ওয়ার্ড কাউন্সিলর আবুল বশর, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মফিজুর রহমান, প্রবীণ শিক্ষাবিদ রামেশ্বর শীল, রামগড় সরকারি কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক হারাধন। এবারের প্রবীণ দিবসের প্রতিবাদ্য বিষয ছিল ‘পরিবর্তিত বিশ্বে প্রবীণ ব্যক্তির সহনশীলতা’। রামগড়ে প্রবীণ দিবসের অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা,শিক্ষক, জনপ্রতিনিধি ও স্থানীয় সংবাদ কর্মীরা অংশ নেন।

Loading