মহসড়কে দুই ধারে গাছ কাটায় দুর্ভোগ

প্রকাশিত: ৫:১১ অপরাহ্ণ , আগস্ট ২৬, ২০২২

দিনাজপুর – রংপুর মহাসড়কে চিরিরবন্দর উপজেলার চম্পাতলী বাজার থেকে দেবীগঞ্জ বাজার পর্যন্ত রাস্তার দু-ধারে গাছ কাটছে সড়ক বিভাগ।

আর এই গাছ কাটার ফলে মহাসড়কে শুরু হয়েছে যানজট। এতে দূর্ভোগে পড়েছে শত শত মানুষ। জানাগেছে শুক্রবার সকাল থেকেই চম্পাতলী বাজার থেকে দেবীগঞ্জ বাজার পর্যন্ত রাস্তা প্রশস্ত করনে রাস্তার দু- ধারে গাছ কাটতে শুরু করে সড়ক বিভাগ।

সরেজমিনে শুক্রবার জুমার নামাজ শেষে সেখানে গিয়ে দেখা গেছে, মহাসড়কে দু’পাশে কিছুদূর পরপর বড়-ছোট গাছ কেটে ফেলে রাখা হয়েছে। রাস্তার অর্ধেক অংশে চলাচলের কোনো উপায় নেই। রাস্তার দুইদিকে আটকে আছে অসংখ্য যানবাহন। দুরপাল্লার গাড়ি ও মালবাহী ট্রাকসহ ছুটির দিনে বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়া অসংখ্য মোটর সাইকেল আটকে আছে।

এছাড়া অটোরিক্সা, ভ্যান, অন্যন্য যানবাহন সেখানে থেমে থেমে চলছে। এতে বিপাকে পড়ছে শত শত মানুষ আটকা পড়েছে অর্ধশত গাড়ি।

এ বিষয়ে দশমাইল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রেজাউল হক জানান, রাস্তার উপরে রাস্তার দু-ধারে গাছ কাটার পর আমরা গাছ রাস্তা থেকে দ্রুত সড়াতে বলেছি। যাতে কোন যানজট সৃষ্টি না হয়।

Loading