রামগড়ে অবৈধ বালু উত্তোলনের অপরাধে মোবাইল কোর্টের মাধ্যমে ৫০ হাজার টাকা জরিমানা

বাহার উদ্দিন বাহার উদ্দিন

রামগড় প্রতিনিধি

প্রকাশিত: ৯:০৭ অপরাহ্ণ , আগস্ট ৯, ২০২২

খাগড়াছড়ির রামগড়ে ইজারা গ্রহণ ব্যতিত অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে মুজিবুর রহমান সুমন নামে এক ব্যাক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।সুমন খাগড়াবিল এলাকার আবদুল মান্নানের ছেলে। মঙ্গলবার (৯ আগষ্ট)রামগড় ইউনিয়নের দক্ষিণ লামকু পাড়ায় ভ্রাম্যমাণ আদালত
পরিচালনা করে এ আদেশ দেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খোন্দকার মো. ইখতিয়ার উদ্দীন আরাফাত।আদালত সূত্রে জানা যায়,ইজারা গ্রহণ ব্যতিত অবৈধভাবে লামকু ছড়া থেকে বালু উত্তোলন এবং কালভার্টের এক কিলোমিটারের মধ্যে বালু উত্তোলন করার অপরাধে মুজিবুর রহমান সুমন নামে এই ব্যক্তিকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর আওতায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট খোন্দকার মো. ইখতিয়ার উদ্দিন আরাফাত বলেন,অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় রামগড় ইউপি চেয়ারম্যান মোঃ শাহ আলম মজুমদার,ইউপি সদস্য মোঃ শাহজাহান ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সহযোগিতা করেন।

Loading