খাগড়াছড়ি জেলার রামগড়ে শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ

বাহার উদ্দিন বাহার উদ্দিন

রামগড় প্রতিনিধি

প্রকাশিত: ৯:১৩ অপরাহ্ণ , আগস্ট ১, ২০২২

খাগড়াছড়ির রামগড়ে বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ ও জাতীয় শিক্ষা সপ্তাহ প্রতিযোগিতা- ২০২২ এর পুরস্কার বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসন ও মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে সোমবার(১ আগষ্ট)উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত অনুষ্ঠানে রামগড় উপজেলা পরিষদ চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কারবারী প্রধান অতিথি ও পৌর মেয়র রফিকুল আলম কামাল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কারসমূহ তুলে দেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা খোন্দকার মো.ইখতিয়ার উদ্দীন আরাফাত এর সভাপতিত্বে অনুষ্ঠানে মাধ্যমিক শিক্ষা অফিসার আবু কাউছার, রামগড় গনিয়াতুল উলুম ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মোঃ ফখরুল ইসলাম,রামগড় সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবদুল কাদের,বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফয়জার রহমানসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান,সহকারী শিক্ষক-শিক্ষিকা,শিক্ষার্থী, অভিভাবকগণ উপস্থিত ছিলেন। জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২২ এ উপজেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হয়েছে (স্কুল পযার্য়ে)রামগড় সরকারি উচ্চ বিদ্যালয়,শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নাকাপা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিকা রানী রায়,শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক রুমন কান্তি নাথ।এছাড়াও শ্রেষ্ঠ স্কাউট শিক্ষক,গার্লস গাইড শিক্ষক,শ্রেষ্ঠ শিক্ষার্থী,গার্লস গাইড শিক্ষার্থী, স্কাউট শিক্ষার্থীসহ বিভিন্ন ক্যাটাগরীতে পুরস্কার দেওয়া হয়।একই সময়ে মাদ্রাসা পর্যায়ে এবং বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও সনদ তুলে দেওয়া হয়েছে।অনুষ্ঠান পরিচালনা করেন মাধ্যমিক শিক্ষা অফিসার আবু কাউসার।

Loading