খাগড়াছড়ির রামগড়ে প্রধানমন্ত্রীর ১০টি উদ্ভাবনী বিষয়ে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

বাহার উদ্দিন বাহার উদ্দিন

রামগড় প্রতিনিধি

প্রকাশিত: ৯:২৮ অপরাহ্ণ , জুন ২১, ২০২২

খাগড়াছড়ির রামগড়ে প্রধানমন্ত্রীর ১০টি উদ্ভাবনী বিষয়ে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২১ জুন)সকাল ১১ টায় রামগড় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) স্থানীয় সরকার ও খাগড়াছড়ির অতিরিক্ত জেলা প্রশাসক আবু সাঈদ।
প্রধান অতিথির বক্তৃতায় অতিরিক্ত জেলা প্রশাসক বলেন, প্রধানমন্ত্রীর ১০টি উদ্যোগ আমাদের জীবনের মানোন্নোয়নে বিশেষভাবে প্রভাবিত করছে। প্রধানমন্ত্রী উদ্ভাবিত উদ্যোগগুলি বাস্তবায়নে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।
রামগড় উপজেলা নির্বাহী অফিসার খোন্দকার মোহাম্মদ ইখতিয়ার উদ্দিন আরাফাত এর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামগড় উপজেলা পরিষদের চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কার্বারি।এ সময় রামগড় পৌরসভার মেয়র রফিকুল আলম কামাল, উপজেলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, রামগড় থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সামসুজ্জামান, ১নং রামগড় ইউপি চেয়ারম্যান মো. শাহআলম মজুমদার, ২নং পাতাছড়া ইউপি চেয়ারম্যান কাজী নুরুল আলম আলমগীর,সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,ব্যবসায়ী সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
ডিজিটাল বাংলাদেশ বিনির্মানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি বিশেষ উদ্যোগ স্থানীয় পর্যায়ে বাস্তবায়নের চ্যালেঞ্জ এবং নতুন সম্ভাবনা চিহ্নিত করার পাশাপাশি উদ্যোগসমূহের বহুমুখী প্রচারে করণীয় নির্ধারণ বিষয়ে কর্মশালায় ১০টি বিশেষ উদ্যোগ সম্পর্কে উপস্হাপন করেন তথ্য অফিসার  মোঃ বেলায়েত হোসেন।

Loading