চবি শিক্ষার্থীকে শিবির সন্দেহে মারধর

প্রকাশিত: ৫:৫১ অপরাহ্ণ , জুন ১৩, ২০২২

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র তামজিদ উদ্দীনকে শিবির সন্দেহে মারধর করেছে শাখা ছাত্রলীগের বগি ভিত্তিক গ্রুপ বিজয়ের কর্মীরা। সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং অনুষদের সামনে এই ঘটনা ঘটে।

মারধরের শিকার তামজিদ উদ্দীন বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রনিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী। ছাত্রলীগের দাবি তামজিদ সরকার বিরোধী এবং উষ্কানিমূলক পোস্ট করে ফেসবুকে।

ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এবং বিজয় গ্রুপের মো.ইলিয়াস বলেন, সে যে শিবিরের কর্মী তার প্রমাণ আমাদের কাছে আছে। তাছারাও সে বিভিন্ন সময় মাননীয় প্রধানমন্ত্রী কে কটুক্তি করে সরকার বিরোধী পোস্ট করত তার ফেসবুকে। তাই আমাদের কর্মীরা তাকে আটক করে প্রক্টরের কাছে সোপর্দ করেছে।

তবে এই বিষয়ে কিছু জানেন না বলে মন্তব্য করেন শাখা ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেল।

Loading