ঐতিহাসিক মুজিব নগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বিএসএমএমইউর উপাচার্যের শ্রদ্ধা নিবেদন

প্রকাশিত: ১১:৪৩ অপরাহ্ণ , এপ্রিল ১৭, ২০২২

ঐতিহাসিক মুজিব নগর দিবস উপলক্ষ্যে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী স্বাধীনতার ঘোষক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) পরিবার।
রোববার সকাল ১০ টায় (১৭ এপ্রিল ২০২২খ্রি:) বিশ্ববিদ্যালয়ের বি ব্লকে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরালে ও সি ব্লকের সামনের বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বিএসএমএমইউ পরিবারের পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ।
এসময় উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ বলেন, মুজিবনগর সরকার হচ্ছে স্বাধীন-সার্বভৌম বাংলাদেশের প্রথম কার্যকরী সরকার। ১৭ এপ্রিল মুজিবনগর দিবসটি বাঙালি জাতির জীবনের এক অবিস্মরণীয় গৌরবগাথা দিন। আসুন ঐতিহাসিক দিনে আমরা শপথ করি, জাতির জনকের কন্যা জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন কর্মকা-কে মানুষের মাঝে তুলে ধরি। দেশের উন্নয়নের স্বার্থে মানুষের শান্তির জন্য জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবার ক্ষমতায় আনার জন্য সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করি। সকলের ঐক্যবদ্ধ চেষ্টা ও জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা মেনে কাজ করলে সত্যিকার অর্থে দেশ বঙ্গবন্ধুর সোনার বাংলা হিসেবে গড়ে ওঠবে।
এসময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মোঃ জাহিদ হোসেন, উপ উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ডা. একেএম মোশাররফ হোসেন, উপ উপাচার্য ( প্রশাসন) অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, সার্জারি অনুষদের ডিন অধ্যাপক ডা. মোহাম্মদ হোসেন, নার্সিং অনুষদের ডিন অধ্যাপক ডা. দেবব্রত বনিক, শিশু অনুষদের ডিন অধ্যাপক ডা. শাহীন আকতার, প্রক্টর অধ্যাপক ডা. মোঃ হাবিবুর রহমান দুলাল, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ডা. স্বপন কুমার তপাদার, শাখা স্বাচিপের আহ্বায়ক অধ্যাপক ডা আবু নাসার রিজভী, সদস্য সচিব সহযোগী অধ্যাপক ডা. আরিফুল ইসলাম জোয়ার্দার টিটো প্রমুখ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, চিকিৎসক, বিভিন্ন স্তরের কর্মকর্তা, নার্স, কর্মচারীরা উপস্থিত ছিলেন।

Loading