পেঁয়াজের ঝাঁজ আরও বেড়েছে

প্রকাশিত: ২:১৬ অপরাহ্ণ , মার্চ ৬, ২০২২

যেন লাফিয়ে লাফিয়ে বাড়ছে পেঁয়াজের দাম। এক সপ্তাহের কম সময়ে তিন দফা বেড়ে রাজধানীর খুচরা বাজারে কেজি প্রতি ৭০ টাকা দরে বিক্রি হচ্ছে পেঁয়াজ।

ব্যবসায়ীরা বলছেন, বাজারে এখন যে দেশি পেঁয়াজ পাওয়া যাচ্ছে তা মুড়ি কাটা পেঁয়াজ। বাজারে আগাম আসা এ পেঁয়াজের সরবরাহ এখন প্রায় শেষের পথে। ফলে বাজারে পেঁয়াজের সরবরাহ কিছুটা কম। তবে মেহেরপুরের পেঁয়াজ বাজারে আসতে শুরু করেছে। তাছাড়া ১০-১২ দিনের মধ্যে হালি পেঁয়াজও বাজারে চলে আসবে। তখন পেঁয়াজের দাম কমে যাবে।

তারা আরও বলছেন, বাজারে যখন মুড়ি কাটা পেঁয়াজ ভরপুর ছিল তখন পেঁয়াজের দাম বেশ কম ছিল। কিন্তু ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময়ে এসে মুড়ি কাটা পেঁয়াজের সরবরাহ কমতে থাকে। ফলে ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে এক দফা পেঁয়াজের দাম বেড়ে ৬০ টাকা কেজি হয়। অবশ্য তখন এক সপ্তাহের মধ্যেই পেঁয়াজের দাম আবার কমে ৪৫ টাকায় নেমে আসে।

এ পরিস্থিতি চলতি মাসের শুরুতেই আবার পেঁয়াজের দাম বাড়তে থাকে। প্রথম দফায় কেজিতে ১৫ টাকার মতো বেড়ে পেঁয়াজের কেজি ৬০ টাকায় হয়। শুক্রবার পর্যন্ত এ দামেই রাজধানীর বেশিরভাগ বাজারগুলোতে পেঁয়াজ বিক্রি হয়। তবে গত দু’দিনে পেঁয়াজের দাম আরও দু’দফা বেড়েছে। এতে মুড়ি কাটা পেঁয়াজের দাম বেড়ে এখন খুচরা বাজারে প্রতি কেজি ৭০ টাকায় বিক্রি হচ্ছে।

Loading