রামগড়ে বীর মুক্তিযোদ্ধা ইসহাক মজুমদারকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

বাহার উদ্দিন বাহার উদ্দিন

রামগড় প্রতিনিধি

প্রকাশিত: ১০:০৪ অপরাহ্ণ , মার্চ ৪, ২০২২

খাগড়াছড়ির রামগড়ে বীর মুক্তিযোদ্ধা ইছহাক মজুমদারকে (৮৪) রাষ্ট্রীয় সম্মান প্রদান শেষে দাফন করা হয়েছে।
শুক্রবার (৪ মার্চ)সকাল ১০টায় ইসলামপুর (বল্টুরামটিলা) জামে মসজিদ প্রাঙ্গনে রাষ্ট্রের পক্ষে রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দোকার মো: ইখতিয়ার উদ্দিন আরাফাত বীর মুক্তিযোদ্ধার মরদেহে পুষ্পমাল্য অর্পণ করেন।পুলিশের একটি দল গার্ড অব অনার প্রদান করেন। ইউএনও খন্দোকার মো: ইখতিয়ার উদ্দিন আরাফাত,রামগড় থানার ওসি (তদন্ত) রাজিব কর,সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মফিজুর রহমান সালাম প্রদর্শন করেন। এসময় রামগড় পৌরসভার মেয়র মোঃ রফিকুল আলম কামাল,সাবেক জেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার মোঃ মোস্তফা,স্থানীয় কাউন্সিলর আব্দুল হক,জনপ্রতিনিধি,বীর মুক্তিযোদ্ধাগণ, রাজনৈতিক- সামাজিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও সর্বস্তরের লোকজন উপস্থিত ছিলেন। পরে জানাজা শেষে সামাজিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন করা হয়। উল্লেখ্য,গতকাল সাড়ে তিনটায় চট্টগ্রাম মেডিকেল কলেজে হাসপাতালে বার্ধক্যজনিত চিকিৎসা অবস্থায় বীর মুক্তিযোদ্ধা ইসহাক মজুমদার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

Loading