খারকিভ শহরও রুশদের দখলে

প্রকাশিত: ৪:৪২ অপরাহ্ণ , মার্চ ২, ২০২২

পরাশক্তি রাশিয়া ইউক্রেনে সামরিক অভিযানের মাধ্যমে বেশ কয়েকটি শহর দখলে নিয়েছে । বিবিসি জানিয়েছে, দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভও রুশদের দখলে চলে গেছে, তবে সেখানে এখনও যুদ্ধ চলছে।

স্থানীয় সময় গত বৃহস্পতিবার ভোরে ইউক্রেনে হামলা শুরু করে রাশিয়া। রাশিয়া-ইউক্রেনের এই যুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে বড় সংঘাত বলে মনে করা হচ্ছে।

জানা গেছে, খারকিভে একটি পুলিশ ভবন ও বিশ্ববিদ্যালয়ে মিসাইল হামলা হয়েছে। স্থানীয় সময় বুধবার সকাল ৮টা ১০ মিনিটে (বাংলাদেশ সময় দুপুর ১২টা ১০ মিনিট) এই হামলা হয় বলে জানিয়েছে ইউক্রেনের স্টেট সার্ভিস ফর ইমার্জেন্সিস। তবে এই হামলায় তাৎক্ষণিকভাবে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।

ইউক্রেন সরকারের একজন উপদেষ্টা টেলিগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন। সেখানে দেখা যাচ্ছে, পুলিশ বিভাগের সে ভবনে আগুন জ্বলছে। তবে বিবিসি সে ভিডিওর সত্যতা যাচাই করতে পারেনি।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় ঘোষণা করেছে, তাদের সৈন্যরা ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় শহর খারসন দখল নিয়ে পূর্ণ কর্তৃত্ব স্থাপন করেছে।

Loading