সড়ক দুর্ঘটনায় আহত কুবি শিক্ষার্থী

প্রকাশিত: ১১:০০ অপরাহ্ণ , ফেব্রুয়ারি ২৭, ২০২২

কুবি প্রতিনিধি:

মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) লোক প্রশাসন বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নূরউদ্দিন হোসাইন।

আজ রবিবার (২৭ ফেব্রুয়ারি) নিজ বাড়ি চাঁদপুর থেকে ক্যাম্পাসে ফেরার পথে চাঁদপুর-কুমিল্লা রোডের হাজীগঞ্জ বাজারে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নূরউদ্দিন হোসাইন আহত হয়। সেখানে স্থানীয় মেডিকেলে প্রাথমিক চিকিৎসা শেষে বিশ্ববিদ্যালয়ে নিয়ে আসা হলে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের সিনিয়র মেডিকেল অফিসার ডা. বেলায়েত হোসেনের পরামর্শে বিশ্ববিদ্যালয়ের এম্বুলেন্সে করে কুমিল্লা ট্রমা সেন্টারে নিয়ে যাওয়া হয়।

দুর্ঘটনার শিকার নূরউদ্দিন হোসাইন বলেন, ‘ট্রাকের ধাক্কায় বাইকের সামনের অংশ পুরোটা মুচরে গেছে,ডান হাতে মারাত্মক আঘাত পেয়েছি।

এ বিষয়ে কুবি মেডিকেল সেন্টারের ডেপুটি চীফ মেডিকেল অফিসার ডা.মাহমুদুল হাসান খান বলেন, ‘এক্সিডেন্টের কারণে বিভিন্ন জায়গায় আঘাত পেয়েছে। আমরা এক্স-রে করে দেখেছি। তবে বড় ধরনের কিছু হয়নি। আশা করি শীঘ্রই সেরে উঠবে।’

Loading